Connect with us

খবর

সোনার দর আবারও আকাশ ছোঁয়া, জানুন বাজারের হাল-হকিকত

কয়েক সপ্তাহে বিনিয়োগের জন্য ‘স্বর্গ’ হিসেবে আবির্ভূত হয়েছে সোনা। দামে সামান্য পতন ঘটলেই, সুযোগের সদ্ব্যবহার করার জন্য মুখিয়ে আছেন বিনিয়োগকারীরা।

Published

on

২০২৩-২৪ আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেটের পর ক্রমশ বাড়ছে সোনার দাম (Gold Price)। বেশ কিছু দিন সস্তা থাকার পর এ বার উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে সোনার দামে।

সোনার দাম

বাজারে সোনার গয়নার শক্তিশালী চাহিদার কারণে বৃহস্পতিবার ফিউচার ট্রেডিংয়ে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫০ টাকা বেড়ে হয়েছে ৫৭,২৬৫ টাকা।

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) এপ্রিলে ডেলিভারির জন্য সোনার ডিল ৫০ টাকা বা ০.০৯ শতাংশ বেড়ে হয়েছে ৫৭,২৬৫ টাকা। প্রতি ১০ গ্রামের ১৬,৪৪২ লটের ব্যবসা কেনাবেচা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ব্যবসায়ীদের নতুন কেনাকাটাই মূলত সোনার দাম বৃদ্ধিকে প্রভাবিত করেছে।

ও দিকে, নিউইয়র্কে সোনার দাম প্রতি আউন্সে ০.১৪ শতাংশ বেড়ে হয়েছে ১,৮৯৩.৪০ ডলার। বাজারে সোনার গয়নার চাহিদা শক্তিশালী হওয়ার কারণে ব্যবসায়ীরা নিজেদের ডিলের আকার বাড়িয়েছেন।

সোনার দামে লাগাতার বৃদ্ধিতে এমনিতেই আকৃষ্ট হচ্ছেন বিনিয়োগকারীরা। ডলারের দাম কমায় বিনিয়োগকারীরা ফের সোনার দিকে ঝুঁকেছেন। ফলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম আবার বাড়তে শুরু করেছে। ভারতেও পড়ছে তার অনিবার্য প্রভাব। কয়েক সপ্তাহে বিনিয়োগের জন্য ‘স্বর্গ’ হিসেবে আবির্ভূত হয়েছে সোনা। দামে সামান্য পতন ঘটলেই, সুযোগের সদ্ব্যবহার করার জন্য মুখিয়ে আছেন বিনিয়োগকারীরা।

রুপোর দাম

এই একই কারণে বৃহস্পতিবার ফিউচার বাণিজ্যে রুপোর দাম (Silver price) ৯ টাকা বেড়ে ৬৭,৬৪২ টাকা প্রতি কেজি হয়েছে।

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে, মার্চ মাসে ডেলিভারির জন্য রুপোর দাম প্রতি কেজিতে ৯ টাকা বা ০.০১ শতাংশ বেড়ে৬৭,৭৪০ টাকায় লেনদেন হয়েছে। যেখানে ১৪,৭৩৭ লটের ব্যবসা হয়েছে। বিশ্লেষকরা বাজারে ইতিবাচক প্রবণতার মধ্যে ব্যবসায়ীদের নতুন কেনাকাটাকে রুপোর দাম বৃদ্ধির অন্যতম কারণ হিসাবে উল্লেখ করেছেন। নিউইয়র্কে প্রতি আউন্স রুপো ০.২৯ শতাংশ বেড়ে ২২.৪৯ মার্কিন ডলারে লেনদেন হয়েছে।

আরও পড়ুন: এ বার ওয়াল্ট ডিজনি, এক লপ্তে ৭ হাজার কর্মী ছাঁটাই

Advertisement