জীবনে প্রথম বার ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে অংশ নিয়ে সলমন খানের হাতে মিলেছিল মাত্র ৭৫ টাকা।
বিবি ডেস্ক: প্রত্যেক অভিনেতারই একটাই স্বপ্ন- ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুনাম অর্জন করে তারকা হয়ে ওঠা। এই স্বপ্ন নিয়েই দেশের বিভিন্ন জায়গা থেকে মুম্বই আসেন অসংখ্য মানুষ। তাঁদের মধ্যে থেকেই তারকা হওয়ার স্বপ্ন পূরণ হয়ে গুটিকয় অভিনেতার। তবে এখন যাঁরা বলিউডের অতিপরিচিত মুখ, তাঁদের কয়েক জনের প্রথম পারিশ্রমিকের পরিমাণ জানলে আপনি অবাক হয়ে যাবেন।
অমিতাভ বচ্চন
মেগাস্টার অমিতাভ বচ্চনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ফিল্মফেয়ার-এর তথ্য অনুযায়ী, অমিতাভ মুম্বই পৌঁছানোর আগে কলকাতায় একটি শিপিং সংস্থায় কাজ করতেন। যেখানে তাঁর বেতন ছিল মাসে পাঁচশো টাকা।
আমির খান
অভিনেতা আমির বলিউডে দৌড় শুরু করেন সহকারী পরিচালক হিসেবে। কর্মজীবনের শুরুতে তাঁর বেতন ছিল মাসে মাত্র এক হাজার টাকা।
শাহরুখ খান
শাহরুখ খানের ফ্যান, ফলোয়ার এখন দেশ জুড়ে এবং বিশ্বব্যাপী। শাহরুখের প্রথম উপার্জনের পরিমাণ ছিল মাত্র ৫০ টাকা।
অক্ষয়কুমার
অক্ষয় কুমার প্রতিবছর প্রায় ২-৩টি ছবিতে কাজ করেন। এখন তিনি বলিউডের হাইয়েস্ট পেড অভিনেতাদের মধ্যে এক জন। ছবিতে আসার আগে তিনি ব্যাঙ্ককে ওয়েটার এবং শেফের কাজ করতেন, এ জন্য তিনি পেতেন মাত্র ১৫০০ টাকা।
প্রিয়ঙ্কা চোপড়া
প্রিয়ঙ্কা চোপড়া মিস ওয়ার্ল্ডের খেতাব অর্জন করেছিলেন। তার পরে তাঁকে প্রথম অ্যাসাইনমেন্টের জন্য ৫০০০ টাকা দেওয়া হয়েছিল। তিনি তাঁর প্রথম বেতনটি নিজের মা-কে দিয়েছিলেন। আজ হলিউডে কাজ করছেন প্রিয়ঙ্কা।
সলমন খান
১৯৮৯ সালে বলিউডি ছবিতে অভিনয়ের আগে সলমন খানকে দেখা যেত মুম্বইয়ের তাজ হোটেলে নাচের অনুষ্ঠানে। ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে অংশ নিয়ে তাঁর হাতে মিলেছিল মাত্র ৭৫ টাকা।
আরও পড়তে পারেন: স্মার্টফোনে সবাই তো আর FM শোনেন না