বিবিডেস্ক: অ্যাকাউটে মাসিক গড় ব্যালেন্স বা মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স (এমএবি) না রাখলে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই) গ্রাহকদের জরিমানা করে থাকে। তবে সমস্ত ক্ষেত্রে জরিমানার পরিমাণ মোটেই এক নয়। ব্যাঙ্কের শাখার অবস্থানের উপর নির্ভর করে এই পরিমাপ পরিবর্তিত হয়। মাসিক গড় ব্যালেন্স, যা এক মাসের মধ্যে থাকা সেভিংস অ্যাকাউন্টের শেষ দিনের ব্যালেন্সের গড়। গ্রাহকরা ন্যূনতম এই ব্যালেন্স বা এমএবি মেনে চলতে ব্যর্থ হলে ঘাটতির উপর চার্জ বহন করতে হয়।
এসবিআইয়ের অবস্থানের উপর নির্ভর করে শাখাগুলিকে চারটি ভাগে ভাগ করেছে। যেগুলি হল মেট্রো, আর্বান, সেমি-আর্বান এবং রুরাল। দেখে নেওয়া যাক কোথায় এমএবি কী অবস্থায় থাকলে কত টাকা চার্জ কাটা হয়।
মেট্রো এবং আর্বান শাখা
এসবিআই মেট্রো এবং নগর শাখাগুলিতে সেভিংস অ্যাকাউন্টগুলিতে গ্রাহকদের প্রতি মাসিক গড় ব্যালেন্স (এমএবি) বজায় রাখতে হয় ৩০০০ টাকা। এই পরিমাণ অর্থ গড়ে না গচ্ছিত রাখলে এসবিআই ১০ টাকা (সঙ্গে জিএসটি) থেকে ১৫ টাকা (সঙ্গে জিএসট) গ্রাহকের কাছ থেকে জরিমানা বাবদ আদায় করে। ব্যাঙ্কের ওয়েবসাইটে তেমনটাই তথ্য তুলে ধরা হয়েছে।
ঘাটতি<= ৫০% চার্জ: ১০ টাকা + জিএসটি
ঘাটতি > ৫০-৭৫% চার্জ: ১২ টাকা + জিএসটি
ঘাটতি > ৭৫% চার্জ: ১৫ টাকা + জিএসটি
সেমি-আর্বান
আধা-শহরাঞ্চলে সেভিংস অ্যাকাউন্টে গ্রাহকরা প্রতি মাসে গড় ব্যালেন্স ন্যূনতম ২,০০০ টাকা রাখতে হয়। তা মেনে না চললে ৭.৫ টাকা (সঙ্গে জিএসটি) থেকে ১২ টাকা (সঙ্গে জিএসটি) জরিমানা বাবদ আদায় করে থাকে এসবিআই।
ঘাটতি <= ৫০% চার্জ: ৭.৫০ টাকা + জিএসটি
ঘাটতি > ৫০-৭৫% চার্জ: ১০ টাকা + জিএসটি
ঘাটতি > ৭৫% চার্জ: ১২ টাকা + জিএসটি
রুরাল
এসবিআইয়ের গ্রামীণ শাখাগুলির গ্রাহকদের নূন্যতম মাসিক গড় ব্যালেন্স ১,০০০ টাকা রাখতে হয়। নচেৎ ৫ টাকা (সঙ্গে জিএসটি) থেকে ১০ টাকা (সঙ্গে জিএসটি) জরিমানা বাবদ দিতে হয়।
ঘাটতি <= ৫০% চার্জ: ৫ টাকা + জিএসটি
ঘাটতি > ৫০-৭৫% চার্জ: ৭.৫০ টাকা + জিএসটি
ঘাটতি> ৭৫% চার্জ: ১০ টাকা + জিএসটি