নয়াদিল্লি : বুধবার দেশের শীর্ষ ব্যাঙ্ক এবং নন-ব্যাকিং ফিনান্সিয়াল কোম্পানির প্রধানদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকের উদ্দেশ্য হল কোভিড পরিস্থিতিতে ভবিষ্যতের পরিকল্পনা এবং রোডম্যাপ নিয়ে আলোচনা। মঙ্গলবার প্রধানমন্ত্রীর অফিস থেকে এ খবর জানানো হয়েছে।
বুধবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হবে বলে প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে। অতিমারীর সময় দেশের অর্থনীতিতে ঋণের প্রবাহ বজায় রেখে কী ভাবে আর্থিক স্থিরতা আনা যায় তা নিয়ে মূলত এই বৈঠকে আলোচনা হবে।
পিএমও একটি বিবৃতিতে জানিয়েছে, ‘‘ কৃষি, পরিকাঠামো, স্থানীয় উৎপাদন এবং ছোট ও মাঝারি শিল্পে অর্থের যোগান দিয়ে অর্থনীতিকে সচল রাখে ব্যাঙ্ক এবং নন-ব্যাঙ্কি আর্থিক প্রতিষ্ঠানগুলি। অর্থের যোগান বড় ভূমিকা নেয় প্রযুক্তির মাধ্যমে দেশকে আর্থিক ভাবে শক্তিশালী করে তোলার ক্ষেত্রে।’’
বৈঠকে আত্মনির্ভর ভারত এবং এমএসএমই জন্য বিভিন্ন ঋণ প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।