কলকাতা : করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল সেনকো গোল্ডের কর্ণধার শঙ্কর সেনের। জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তিনি বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ১০ দিন ভর্তি ছিলেন। মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।
নয়ের দশকে তিনটি সোনার দোকান থেকে ব্যবসার হাল ধরেন শঙ্করবাবু। তারপর বাকিটা ইতিহাস। সারা দেশে একশোরও বেশি শাখা রয়েছে সেনকো গোল্ডের। দেশের গয়না শিল্পে তিনি ছিলেন এক পরিচিত মুখ। তাঁর ক্ষুরধার বুদ্ধির প্রশংসা করতেন শিল্পপতিরা। তিনি অল ইন্ডিয়া ডোমেস্টিক জুয়েলারি কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ছিলেন।
এ মাসেই করোনা যোদ্ধাদের সন্মানিত করছিল সেনকো গোল্ড এন্ড ডায়মন্ড। এনআরএস মেডিক্যাল কলেজে হয় সেই অনুষ্ঠান। সেই করোনাই প্রাণ কেড়ে নিল সংস্থার কর্ণধারের। তাঁর আকস্মিক মৃত্যুতে শোক স্তব্ধ সোনকো গোল্ডের কর্ণধার এবং শিল্পমহল।