বিবি ডেস্ক : ‘ দয়া করে মোরাটোরিয়ামের সময়সীমা আর বাড়বেন না’ বলে রিজার্ভ ব্যাঙ্কের (RBI) গর্ভনর শক্তিকান্ত দাসের কাছে আবেদন করলেন মর্টগেজ ঋণ প্রদানকারী সংস্থা এইচডিএফসি (HDFC Ltd) লিমিটেডের চেয়ারম্যান দীপক পারেখ। কোভিড ১৯ পরিস্থিতির কথা বিবেচনা করে দেশের শীর্ষ ব্যাঙ্ক ঋণের উপর মোরাটোরিয়ামের সময়সীমা আগস্ট মাসের পর আরও ৬মাস বাড়ানোর পরিকল্পনা করছিল।
সোমবার সিআইআই(CII) সদস্যদের সঙ্গে একটি পারস্পরিক আলাপচারিতায় বক্তব্য রাখছিলেন গর্ভনর শক্তিকান্ত দাস। সেখানেই এই আবেদন করেন ৭৫ বছর বয়সী দীপক পারেখ।
দীপক পারেখের যুক্তি কী?
এইচডিএফসি লিমিডেটের সিইও দীপক পারেখের যুক্তি হল, যাদের টাকা শোধ দেওয়ার ক্ষমতা আছে তাদের অনেকেই এই মোরাটোরিয়ামের সুযোগ নিচ্ছে। ফলে বেশি সমস্যায় পড়ছে ছোট ছোট নন-ব্যাকিং আর্থিক সংস্থা। তিনি বলেন, ‘‘ মোরাটোরিয়ামের সময়সীমা বৃদ্ধি আমাদের আঘাত করবে। বিশেষ ছোট নন-ব্যাকিং আর্থিক সংস্থাগুলিকে।’’
কী বললেন আরবিআই গভর্নর?
তবে পারেখের এই আবেদনের প্রেক্ষিতে কোন আশ্বাস দিতে চাননি আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। তিনি বলেন,‘‘আমি পরামর্শটি নোট করে রাখছি। কিন্তু এই মুহূর্তে আমি কোন মন্তব্য করে পারব না।’’
সূত্র : বিজনেস টুডে