আপনি যদি কর্মচারী ভবিষ্য তহবিল (EPF)-এর গ্রাহক হন এবং আচমকা কোনো কাজের জন্য আপনার টাকার দরকার হয়, তাহলে পিএফ থেকে টাকা তুলে নিতে পারে। জেনে নিন সেই পদ্ধতি।
বলে রাখা ভালো, মেডিক্যাল ইমার্জেন্সি, ঘরবাড়ি মেরামত বা হোম লোন শোধ করার মতো কাজে টাকার দরকার হলে নিজের পিএফের টাকা তুলতে পারবেন। ঘরে বসেই অনলাইনে টাকা তোলার আবেদন জানানো যায়। আবেদন জানানোর এক সপ্তাহের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে।
পিএফ থেকে অগ্রিম টাকা তুলতে, আপনাকে www.epfindia.gov.in ওয়েবসাইটের হোম পেজে ‘অনলাইন অ্যাডভান্স পেমেন্ট’-এ ক্লিক করতে হবে। এর জন্য আপনাকে https://www.epfindia.gov.in/site_en/index.php-এ লগইন করতে হবে।
এর পরে নিজের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা ইউএএন (UAN) এবং পাসওয়ার্ড দিয়ে মেম্বার পোর্টাল-এ সাইন-ইন করতে হবে। এখানে ‘অনলাইন সার্ভিসেস’ ট্যাবে ক্লিক করুন। ইপিএফ থেকে পিএফ অ্যাডভান্স তোলার ফর্মটি সিলেক্ট করতে হবে। ড্রপ-ডাউন মেনু থেকে ক্লেম ফর্ম (ফর্ম-31, 19, 10C এবং 10D) সিলেক্ট করুন।
এর পরে, নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ চারটি সংখ্যা দিয়ে এটা ভেরিফাই করুন। যাচাই করার পর, Proceed for Online Claim-এ ক্লিক করুন।
ড্রপ ডাউন থেকে ‘PF Advance to Form 31’ সিলেক্ট করুন। ঠিক কী কাজের জন্য আপনার অগ্রিমের দরকার, সেটা বেছে নিতে হবে। এর পর দিতে হবে টাকার পরিমাণ। এখানে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেকের স্ক্যান কপি আপলোড করতে হবে এবং বাড়ির ঠিকানা পূরণ করতে হবে।
এর পরে ‘Get Aadhaar OTP’-তে যান এবং আধার লিঙ্কযুক্ত মোবাইলে ‘ওটিপি’ পাওয়ার পর সেটা নির্দিষ্ট জায়গায় লিখুন। এ ভাবেই আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে। মেডিক্যাল ইমার্জেন্সি হলে, ক্লেমের টাকা এক ঘণ্টার মধ্যে পাঠানো হয়।
প্রসঙ্গত, এর পরে আপনি নিজের অ্যাকাউন্টের ব্যালেন্স জেনে নিতে পারবেন। আপনি চাইলে মিস কলের মাধ্যমেও আপনার পিএফ ব্যালেন্স জানতে পারবেন। এর জন্য আপনাকে নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 011-22901406 নম্বরে একটি মিসড কল দিতে হবে। এসএমএসের মাধ্যমে ব্যালেন্স চলে আসবে আপনার মোবাইলে।
আরও পড়ুন: পোস্ট অফিসের জনপ্রিয় সব সঞ্চয় প্রকল্প, জানুন সর্বশেষ সুদের হার