বাংলাbiz ডেস্ক: স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় যাঁদের অ্যাকাউন্ট আছে তাঁরা নিজেরাই এসবিআই কুইক অ্যাপের মাধ্যমে নিজেদের অ্যাকাউন্টের ব্যালেন্স দেখে নিতে পারেন। এই অ্যাপের সাহায্যে এসবিআই গ্রাহকরা তাৎক্ষণিক ভাবে মিনি স্টেটমেন্টও পেতে পারেন। আবার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে একটি মিসড কল দিয়ে বা ওই নম্বরটি থেকে টোল ফ্রি নম্বর – ৯২২৩৭৬৬৬৬৬ (9223766666)-এ এসএমএস পাঠিয়েও ব্যালেন্স দেখে নেওয়া যায়।
এই পদ্ধতিতে কয়েক সেকেন্ডের মধ্যেই নিজের ফোনে ব্যালেন্সের বিবরণ পাওয়া যায়। এই সুবিধাটি পেতে এসবিআই গ্রাহকদের নিজের মোবাইল নম্বরটি ব্যাঙ্কের কাছে নথিভুক্ত করাতে হয়। পাশাপাশি মিসড কল এবং এসএমএস পরিষেবা পাওয়ার জন্য মোবাইল নম্বরটির রেজিস্ট্রেশন করাতে হয়।
মিসড কলের মাধ্যমে
এসবিআইয়ের নির্ধারিত নম্বরে মিসড কল দিয়ে অথবা এসএমএস পাঠিয়ে নিজের অ্যাকাউন্ট সম্পর্কিত একাধিক কাজ করা যায়।
নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ৯২২৩৭৬৬৬৬৬ নম্বরে মিসড কল দিলে তাৎক্ষণিক ভাবে ব্যালেন্স দেখে নেওয়া যায়। এ ছাড়াও এই নম্বরটিতে মিনি স্টেটমেন্ট, ই-স্টেটমেন্ট (শেষ ৬ মাসের), এডুকেশন লোন সার্টিফিকেট স্টেটমেন্ট, হোম লোন সার্টিফিকেট স্টেটমেন্ট, এটিএম কনফিগারেশন, এটিএম পিন জেনারেট, হোম এবং কার লোনের তথ্য এবং অন্যান্য প্রকল্পের তথ্য পাওয়া যায়।
এসএমএস-এর মাধ্যমে কী ভাবে ব্যালেন্স দেখবেন?
এসএমএস-এর মাধ্যমে ব্যালেন্স চেক করতে হলে ৯২২৩৭৬৬৬৬৬ নম্বরটিতে পাঠাতে হবে ‘BAL’ লিখে। তা হলেই ব্যালেন্স চলে আসবে।
কী ভাবে মোবাইল নম্বর রেজিস্টার করাবেন?
ব্যাঙ্কের কাছে নিজের যে মোবাইল নম্বরটি আগে থেকেই রেজিস্টার করা রয়েছে, সেটিতে এসএমএস ব্যাঙ্কিং অথবা অন্যান্য মোবাইল পরিষেবা পাওয়ার জন্য অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বরটি নিজে থেকেই সংযুক্ত করে নেওয়া যায়।
এর জন্য ‘REG অ্যাকাউন্ট নম্বর’ লিখে ০৯২২৩৪৮৮৮৮৮ (09223488888) নম্বরে এসএমএস পাঠাতে হবে। অর্থাৎ কারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর যদি ১২৩৪৫৬৭৮৯০ হয়, তা হলে তিনি এসএমএস-এ লিখবেন-‘REG 1234567890’।