প্রবীণ নাগরিকদের জন্য এফডি-তে সুদের বাড়াল এই ৪টি ব্যাঙ্ক

fd

মূল সুদের হার বা রেপো রেট (Repo Rate) পরিবর্তন করেনি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। সাধারণত, রেপো রেট বাড়লে এক দিকে যেমন বিভিন্ন ঋণে সুদের হার বাড়ায় ব্যাঙ্কগুলি, তেমনই ফিক্সড ডিপোজিটে (FD) সুদের হারও বাড়াতে দেখা যায়। তবে এ বার কেন্দ্রীয় ব্যাঙ্ক রেপো রেট না বাড়ালেও এখনও পর্যন্ত ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল চারটি ব্যাঙ্ক।

আমানত মূলধন বৃদ্ধির কারণে এ বছর ব্যাঙ্কগুলো সুদের হার কমাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা এখন বেশি হারে সুদের সুবিধার জন্য এফডি-তে বিনিয়োগ করার পরামর্শ দিচ্ছেন। এরই মধ্যে চারটি ব্যাঙ্ক এই মাসে এফডি-তে সুদ বাড়িয়েছে। যা থেকে বাড়তি সুবিধা পাবেন মূলত প্রবীণ নাগরিকরা।

আপনি যদি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটেও বিনিয়োগ করতে চান, তা হলে সেই চারটি ব্যাঙ্কের নাম জেনে নিন, যেগুলি সম্প্রতি সুদের হার বাড়িয়েছে। পাশাপাশি জেনে নিন, কোন ব্যাঙ্ক এফডি-তে কত সুদ দিচ্ছে।

অ্যাক্সিস ব্যাঙ্ক

প্রবীণ নাগরিকদের জন্য এফডি-তে সুদের হার বাড়িয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক। কার্যকর ১৪ আগস্ট থেকে। এই বৃদ্ধির ফলে ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদে বাড়তি সুদ মিলবে। নির্দিষ্ট মেয়াদে সুদের হার এখন ৩.৫ শতাংশ থেকে ৮.০৫ শতাংশ।

কানাড়া ব্যাঙ্ক

প্রবীণ নাগরিকদের এফডি স্কিমগুলিতে ৪ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ সুদ দিচ্ছে কানাড়া ব্যাঙ্ক। এই হার ১২ আগস্ট থেকে কার্যকর হয়।

ফেডারেল ব্যাঙ্ক

স্বাধীনতা দিবস উপলক্ষে সুদের হার বৃদ্ধির ঘোষণা করেছে ফেডারেল ব্যাঙ্ক। এই হারগুলি ১৫ আগস্ট থেকে কার্যকর হবে। ১৩ মাসের জন্য, প্রবীণ নাগরিকদের এফডি-তে ৮.০৭ শতাংশ সুদ দিচ্ছে ব্যাঙ্ক।

সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক

৫ বছরের জন্য এফডি-তে সুদের হার ৮৫ বেসিস পয়েন্ট (০.৮৫ শতাংশ) বাড়িয়েছে সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক। এই ব্যাঙ্কে ৭ দিন থেকে ১০ বছরের এফডি-তে সুদের হার এখন ৪.৫০ শতাংশ থেকে ৯.১০ শতাংশ।

আরও পড়ুন: সেপ্টেম্বরেই লঞ্চ হতে পারে iPhone 15 সিরিজ, জানুন কত দাম হতে পারে

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.