সেপ্টেম্বরেই লঞ্চ হতে পারে iPhone 15 সিরিজ, জানুন কত দাম হতে পারে

ihpone

আগামী মাসেই লঞ্চ হতে পারে আ্যাপেলের iPhone 15 সিরিজ। ইতিমধ্যেই এ সংক্রান্ত একটি লিক হয়ে যাওয়া খবরে দাবি করা হয়েছে, নতুন আই ফোনের ঘোষণা আগামী ১২ বা ১৩ সেপ্টেম্বর করা হতে পারে। চলতি মাসের শেষের দিকে লঞ্চের অফিসিয়াল দিন ঘোষণা করা হতে পারে।

নতুন আই ফোনের এই মডেলের দাম কত হতে পারে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। তবে একধিক বিশ্লেকরা জানিয়েছেন Phone 15 সিরিজের ফোনটির তুলনামূলক ভাবে দামি হবে।

বিভিন্ন জল্পনার উপর ভিত্তি করে আন্দাজ করা হচ্ছে, iPhone 15 প্রো এবং প্রো ম্যাক্স মডেলগুলি উল্লেখযোগ্য দাম বাড়তে পারে। iPhone 15 Pro এর দাম গত বছরের $999 থেকে বেড়ে $1,099 হতে পারে। ভারতে, মার্কিন বাজার মূল্যের তুলনায় $300 বৃদ্ধি করে iPhone 14 Pro চালু করা হয়েছিল। এর ফলে দাম 99,900 টাকার পরিবর্তে 1,29,900 টাকা দাম হয়েছে। এক বিশ্লেষকে মতে যে iPhone 15 Pro এর দাম $99 বাড়তে পারে, সম্ভাব্যভাবে ভারতের দাম 10,000 টাকা বাড়িয়ে প্রায় 1,39,900 টাকা হতে পারে।

একইভাবে, iPhone 15 Pro Max গত বছরের $1,099 এর তুলনায় $1,299 এ বাজারে আসতে পারে। আইফোন 14 প্রো ম্যাক্সের সঙ্গে, অ্যাপল ভারতে 1,39,900 টাকা করে দাম $300 বাড়িয়েছে। বিশ্লেষকের পূর্বাভাস অনুযায়ী $200 দাম বাড়লে, ভারতের দাম 20,000 টাকা বেড়ে প্রায় 1,59,900 টাকা হতে পারে।
তবে এগুলোর কোনটা অ্যাপেলের অফিলিয়াল দাম নয়। অ্যাপল শীঘ্রই লঞ্চের তারিখ ঘোষণা করতে পারে।

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.