আজকাল মানুষের একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে ক্রেডিট কার্ড (Credit card)। কেনাকাটা থেকে বিভিন্ন আর্থিক কাজের জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করেন। আপনি যদি ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন, তা হলে অবশ্যই নিয়মকানুনও জানেন। ক্রেডিট কার্ডের ব্যবহৃত টাকা নির্দিষ্ট সময়ে পরিশোধ করা গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর তা না করলে অতিরিক্ত চার্জ যুক্ত হয়ে যায়।
সময়ে বিল না মেটালে জরিমানা
ক্রেডিট কার্ডের সবচেয়ে বড় সুবিধা হল, নগদ টাকা ছাড়াই এতে কেনাকাটা করা যায়। সেটা শপিং মল হোক বা মুদি দোকান। এ ছাড়াও বিদ্যুৎ বিল, মোবাইল বিল মেটানোর মতো প্রয়োজনীয় ক্ষেত্রেও ক্রেডিট কার্ড ব্যবহার করা যায়। তবে সাধারণত বিল পরিশোধ করতে ভুলে গেলে জরিমানার মুখে পড়তে হয়।
তবে সম্প্রতি একটি নতুন নিয়ম চালু হয়েছে। এর আওতায় বিল পরিশোধের নির্ধারিত তারিখে পেমেন্ট না করলেও নির্দিষ্ট দিন পর্যন্ত কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না। শুধু তাই নয়, এর ফলে আপনার ক্রেডিট স্কোরেও (Credit score) কোনো প্রভাব পড়বে না। যদিও আরবিআই (RBI)-এর এই নিয়মেও শর্তও রয়েছে।
বিল মেটানোর নতুন নিয়ম
আরবিআই নির্দেশিকা অনুসারে, আপনি যদি সময়মতো আপনার ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধ করতে ভুলে যান, তা হলে বিলম্বে জন্য অতিরিক্ত চার্জ ছাড়াই তিনটি কাজের দিনের মধ্যে পরিশোধ করা যেতে পারে। এ ছাড়াও, আপনি যদি এই তিন দিনের মধ্যে পেমেন্ট করে দেন, তাহলে দেরিতে পরিশোধের কারণে আপনার ক্রেডিট স্কোর প্রভাবিত হবে না। তবে তিন দিন পার হয়ে গেলে লেট ফি লাগবে।
কোথায় কত জরিমানা
এই লেট ফি বিভিন্ন সংস্থায় বিভিন্ন রকমের হয়ে থাকে। এইচডিএফসি ব্যাঙ্ক, এসবিআই কার্ড এবং অ্যাক্সিস ব্যাঙ্ক ৫০,০০০ টাকা বা তার বেশি ব্যালেন্স পেমেন্টের জন্য যথাক্রমে ১,৩০০, ১,৩০০ এবং ১,০০০ পর্যন্ত চার্জ করে। আইসিআইসিআই ব্যাঙ্ক ৫০,০০০ টাকা বা তার বেশি বকেয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ১,২০০ টাকা লেট ফি চার্জ করে।
জেনে রাখা ভালো, নির্ধারিত তারিখের পরে যে পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে তার উপর সুদ, লেট ফি এবং ব্যালেন্স পেনাল্টি যুক্ত করা হয়। ব্যাঙ্ক এবং ক্রেডিট কার্ড কোম্পানিগুলি সাধারণত বকেয়া পরিমাণের উপর ভিত্তি করে পূর্ব-নির্ধারিত লেট পেমেন্ট ফি ধার্য করে। এর ফলে লেট ফি বকেয়া ব্যালেন্সের আকারের অনুপাতে বৃদ্ধি পায়।
আরও পড়ুন: জানুয়ারি মাসে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৪ দিন, রইল পূর্ণাঙ্গ তালিকা