জানুয়ারি মাসে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৪ দিন, রইল পূর্ণাঙ্গ তালিকা

bank closed

আসছে নতুন বছর। একের পর এক উৎসব। ২০২৩-এর প্রথম মাস, অর্থাৎ জানুয়ারিতে ১৪টি ছুটির দিন রয়েছে ব্যাঙ্কগুলিতে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করেছে। ব্যাঙ্কের শাখায় গিয়ে দরকারি কাজ থাকলে আগাম জেনে নিতে পারেন এই ছুটির দিনগুলি।

জানুয়ারিতে বেশ কিছু উল্লেখযোগ্য ছুটির দিন রয়েছে। যেমন ইংরাজি নববর্ষ, গুরু গোবিন্দ সিং জয়ন্তী, মিশনারি ডে, স্বামী বিবেকানন্দ জয়ন্তী, মকর সংক্রান্তি, পোঙ্গল, সাধারণতন্ত্র দিবস ইত্যাদি। এ ছাড়াও আরবিআই-এর ক্যালেন্ডার অনুয়ায়ী, আগামী বছরের জানুয়ারিতে যে ১৪টি ছুটির দিন রয়েছে, তার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবারও।

জানুয়ারিতে ব্যাঙ্ক বন্ধের তালিকা

১ জানুয়ারি (রবিবার): ইংরাজি নববর্ষ (সমস্ত রাজ্যে)

৫ জানুয়ারি: গুরু গোবিন্দ সিং জয়ন্তী

৮ জানুয়ারি: রবিবার

১১ জানুয়ারি: মিশনারি ডে (শুধুমাত্র মিজোরামে)

১২ জানুয়ারি: স্বামী বিবেকানন্দ জয়ন্তী

১৪ জানুয়ারি (দ্বিতীয় শনিবার): মকর সংক্রান্তি

১৫ জানুয়ারি (রবিবার): পোঙ্গল/মাঘ বিহু

২২ জানুয়ারি (রবিবার): সোনাম লোসার (শুধুমাত্র সিকিমে)

২৩ জানুয়ারি: নেতাজি সুভাষচন্দ্র বসু জয়ন্তী

২৫ জানুয়ারি: স্টেট ডে (শুধুমাত্র হিমাচলপ্রদেশে)

২৬ জানুয়ারি: সাধারণতন্ত্র দিবস (সমস্ত রাজ্যে)

২৮ জানুয়ারি: চতুর্থ শনিবার

২৯ জানুয়ারি: রবিবার

৩১ জানুয়ারি: মে-দাম-মে ফি (শুধুমাত্র অসমে)

আরও পড়ুন: ভারতে মহিলা পরিচালিত স্টার্টআপের জন্য সাড়ে ৭ কোটি ডলারের তহবিল গুগলের

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.