ক্রেডিট কার্ডের লিমিট আপগ্রেড বা বৃদ্ধির আগে মাথায় রাখুন এই বিষয়গুলি

এখনকার দিনে ক্রেডিট কার্ড ব্যবহার অনেকেরই পছন্দের। ক্রেডিট কার্ড ব্যবহারকারী সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। একদিকে এটি লেনদেন প্রক্রিয়াকে সহজ করে এবং অন্যদিকে এটি নিরাপদ আর্থিক লেনদেনের সুবিধা দিয়ে থাকে। আপনি যদি ক্রেডিট কার্ডের সুবিধাগুলি বাড়াতে চান তবে কিছু দিন পরে তা আপগ্রেড করতে পারেন। কিন্তু ক্রেডিট কার্ড আপগ্রেড বা লিমিট বাড়ানোর সময় অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা উচিত।

ক্রেডিট কার্ডের লিমিট আপগ্রেড বা বাড়ানোর সুবিধা দিয়ে থাকে কার্ড প্রদানকারী ব্যাঙ্ক অথবা আর্থিক প্রতিষ্ঠান। ব্যবহারকারীদের কাছে তা যথেষ্ট আকর্ষণীয় বিষয়। কিন্তু এই কাজগুলি করার জন্য আগুপিছু বেশ কিছু বিষয় যাচাই করে নেওয়া জরুরি। নইলে ভবিষ্যতে সমস্যায় পড়তে হতে পারে।

খরচের মূল্যায়ন

যখনই আমরা ক্রেডিট কার্ড আপগ্রেড করি, সেসম. অনেক সুবিধার মধ্যে খরচের সীমা বাড়ানোর সুবিধা পাই। এমন পরিস্থিতিতে, কার্ড পাল্টানোর আগে, আপনি কোথায় সবচেয়ে বেশি খরচ করেন তা দেখে নেওয়া উচিত। এর মানে আপনার খরচ মূল্যায়ন করা উচিত। যদি মনে করেন আপনার খরচ বাড়ছে তাহলে আপনি আপনার কার্ডের সীমা বাড়াতে পারেন। কিন্তু সীমা বাড়ানোর আগে আপনাকে আপনার আর্থিক অবস্থার কথা মাথায় রাখতে হবে।

আপগ্রেডের চার্জ

ক্রেডিট কার্ড কোম্পানি গ্রাহকের কাছ থেকে অনেক ধরনের চার্জ নেয়। আপনাকে দেখতে হবে যে কোন কোম্পানি আপনার থেকে বার্ষিক কত টাকা চার্জ করে। এমন পরিস্থিতিতে, এই ধরনের চার্জ তুলনা করার পরেই আপনাকে কার্ড আপগ্রেড করতে হবে। সেক্ষেত্রে যদি বর্তমান কার্ডের চেয়ে বেশি বার্ষিক ফি দিতে হয়, তাহলে আপনি কত রিওয়ার্ড পাচ্ছেন, সেটাও জেনে নেওয়া উচিত।

রিওয়ার্ড বিনিফিট

ক্রেডিট কার্ড কোম্পানি লেনদেনের সঙ্গে গ্রাহককে রিওয়ার্ডের মতো সুবিধাও দিয়ে থাকে। আপনার মনে থাকার কথা, কখন এবং কত রিওয়ার্ড পাচ্ছেন। এর সঙ্গে, ক্রেডিট কার্ডে পাওয়া সুবিধাগুলিও পর্যালোচনা করুন। আপনি যদি একটি নির্দিষ্ট আইটেমের জন্য অনেক বেশি ব্যয় করেন, তা হলে ক্রেডিট কার্ড আপনাকে সেই আইটেমটিতে কতটা এবং কী সুবিধা দিচ্ছে সেদিকে আপনাকে মনোযোগ দিতে হবে।

আরও পড়ুন: ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন এমএস ধোনি

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.