চিনির মিষ্টি হতে চলেছে তেতো! আন্তর্জাতিক বাজারে দাম ৬ বছরের শীর্ষে
চায়ের কাপে চুমুক হোক বা বাচ্চার জন্য কেনা চকোলেট। বাড়তি পয়সা গুনতে হতে পারে খুব শীঘ্রই। কারণ, আন্তর্জাতিক বাজারে চিনির দাম বাড়তে বাড়তে এখন ৬ বছরের সর্বোচ্চ।
আগামী দিনে চিনির দাম বেড়ে যাওয়ার জোরালো প্রভাব পড়তে চলেছে বিস্কুট-কুকিজ থেকে শুরু করে মিষ্টি ও কোল্ড ড্রিঙ্কসেও। পরিসংখ্যান বলছে, সারা বিশ্বের ফিউচার মার্কেটে চিনির দাম ছয় বছরের সর্বোচ্চ উচ্চতায় লেনদেন করছে।
এমনিতে আন্তর্জাতিক বাজারে চিনি রফতানিতে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তবে দেশে এত পরিমান চিনি উৎপাদিত হলেও, দেশীয় বাজারে চিনির দাম ক্রমেই ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে অভ্যন্তরীণ বাজারে চিনির জোগান এবং দাম ঠিক রাখতে গত বছরের জুনে নয়া নির্দেশিকা জারি করেছিল ভারত সরকার।
কী কারণে দাম বাড়ছে
সংশ্লিষ্ট মহলের মতে, বিশ্বে চিনির উৎপাদন বেড়েছে, যে কারণে চিনির মজুদ চার বছরের সর্বোচ্চ, তবুও চিনির দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্...