এখন ইপিএফ (EPF) অ্যাকাউন্টে কোনো পরিবর্তন বা সংশোধন খুবই সহজ। বেশ কিছু সমস্যার সমাধান গ্রাহক নিজেই করে ফেলতে পারেন অনলাইনে। আপনি যদি ইপিএফ অ্যাকাউন্টে দেওয়া নিজের মোবাইল নম্বর পরিবর্তন করতে চান, তা হলে এই প্রতিবেদনটি খুবই দরকারি।
ইপিএফ অ্যাকাউন্টে দেওয়া নিজের মোবাইল নম্বর সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে গ্রাহক নিজেই বদলে নিতে পারেন। তবে মাথায় রাখতে হবে, ইপিএফ অ্যাকাউন্ট খোলার সময় আধার কার্ডের প্রয়োজন হয়। ফলে আপনার মোবাইল নম্বরটি যদি আধারের সঙ্গে লিঙ্ক না করা থাকে তা হলে সেই নম্বরটি ইপিএফ অ্যাকাউন্টেও দেওয়া যাবে না।
অনলাইনে কী মোবাইল নম্বর পরিবর্তন করবেন
১. সবার আগে আপনাকে ইপিএফও অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২. সেখানে ইউএএন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে নিজের অ্যাকাউন্ট লগ-ইন করতে হবে।
৩. এর পর ম্যানেজ ট্যাবে গিয়ে কনট্যাক্ট ডিটেলস অপশনে ক্লিক করতে হবে।
৪. এখানে আপনার পুরনো (আগে দেওয়া) মোবাইল নম্বরটি দেখা যাবে।
৫. এখানে মোবাইল নম্বর পরিবর্তনের অপশন দেখা যাবে। সেটাকে সিলেক্ট করতে হবে।
৬. নতুন নম্বর দেওয়ার পর ওটিপি আসবে।
৭. নির্দিষ্ট জায়গায় ওই ওটিপি দেওয়ার সঙ্গেই আপনার মোবাইল নম্বর পরিবর্তন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।
অফলাইনে কী মোবাইল নম্বর পরিবর্তন করবেন
১. আপডেট করা ফোন নম্বর দিয়ে নির্ধারিত ফর্মটি পূরণ করতে হবে। মনে রাখবেন, নতুন নম্বরটি যেন নিজের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকে।
২. এখানে আপনার নিয়োগকর্তার স্বাক্ষর লাগবে। নিয়োগকর্তার অনুমোদিত ফর্মটি পাওয়ার পরে এই ফর্মটি আঞ্চলিক পিএফ অফিসে পাঠানো হবে।
৩. নতুন মোবাইল নম্বরের সংযুক্তিকরণ সফল হওয়ার পরে, ইপিএফও থেকে একটি নিশ্চিতকরণ এসএমএস পেয়ে যাবেন।
আরও পড়ুন: ইউপিআই লেনদেনের আগে লোকসান এড়াতে এই ৫টি বিষয় জানুন
Discover more from banglabiz
Subscribe to get the latest posts sent to your email.