অনলাইনেই করা যাবে এই কাজটি। দেখে নিন ধাপে ধাপে…
বিবি ডেস্ক: বেসরকারি চাকরি করলে কর্মস্থল পরিবর্তন নতুন কোনো বিষয় নয়। এমন পরিস্থিতিতে নিজের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPF) অ্যাকাউন্টেও পরিবর্তন ঘটে। নতুন কর্মস্থলের নতুন ইপিএফ অ্যাকাউন্টে টাকা জমা হতে শুরু করে। তবে পুরনো অ্যাকাউন্ট আপডেট না হওয়ার কারণে ইপিএফে প্রাপ্ত সুদ বন্ধ হয়ে যায়।
এই সমস্যা মেটাতে পুরনো ইপিএফ অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করাতে হবে। ইপিএফের ক্ষেত্রে ইউএএন নম্বরের সুবিধা রয়েছে। এটি এমন একটি সংখ্যা, যা আপনি কর্মস্থল পরিবর্তন করার পরেও একই থেকে যায়। আপনার পুরনো অ্যাকাউন্টটি এই নম্বরটির সঙ্গে সংযুক্ত করার পরে, সমস্ত অ্যাকাউন্ট একই জায়গায় আসবে।
সব থেকে আগে ইউএএন সক্রিয় করতে হবে
ইপিএফওর প্রতিটি সদস্যকে একটি ইউএন নম্বর দেওয়া হয়। সাধারণত এটি আপনার বেতন স্লিপে লেখা থাকে। এটি সক্রিয় করতে আপনাকে EPFO -এর ইউনিফাইড সদস্য পোর্টালে যেতে হবে। প্রথমে https: // unifiedportal-mem.epfindia.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে।
এই ওয়েবসাইটে ক্লিক করে আপনি সক্রিয় ইউএন ট্যাবে ক্লিক করুন। ইউএএন নম্বর দেওয়ার পরে নাম, জন্মের তারিখ এবং মোবাইল নম্বর দিতে হবে। এ ক্ষেত্রে, একটি অথরাইজেশন পিন আসবে। এই পিনটি দেওয়ার পরে, আপনার ইউএএন সক্রিয় হবে।
কী ভাবে আপডেট করবেন?
১. সবার আগে, ইউএএন এবং পাসওয়ার্ড দিয়ে ইউনিফায়েড সদস্য পোর্টাল https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/-এ লগইন করুন।
২. সফল ভাবে লগইন করার পর ম্যানেজ (Manage) বিভাগে যান এবং মার্ক এগজিট (Mark Exit) ক্লিক করুন। ড্রপ ডাউন মেনুতে সিলেক্ট এমপ্লয়মেন্ট (select employment) থেকে পিএফ অ্যাকাউন্ট নম্বর (PF Account Number)
৩. এর পরে কাজ ছেড়ে দেওয়ার তারিখ ( Date of Exit) এবং কারণ (Reason of exit)-এ ক্লিক করুন। তার পরে রিকোয়েস্ট ওটিপি (Request OTP)-তে ক্লিক করুন এবং আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরটিতে ওটিপি আসবে। এখন চেক বক্স নির্বাচন করুন।
৪. এর পরে আপডেট (Update) এবং ওকে (OK) ক্লিক করুন। এ ভাবেই কোনো জায়গা থেকে কাজ ছেড়ে দেওয়ার তারিখ অনলাইনে আপডেট করা যায়।
আরও পড়তে পারেন: ১ এপ্রিল থেকে চালু হচ্ছে ৫টি নতুন আয়কর বিধি, বিশদ এখানে দেখে নিন