বিবি ডেস্ক : দেউলিয়া হয়ে গিয়েছে ব্রিটেনের অন্যতম ট্রাভেল এজেন্সি থমাস কুক ইন্ডিয়া। এই খবর প্রকাশিত হওয়ার পরই থমাস কুক ইন্ডিয়া বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছিল তারা ওই সংস্থা অংশ নয়। এর ফলে তাদের উপর কোনো প্রভাব পড়বে না। কিন্তু তাতে চিঁড়ে ভিজল না। বাজার খুলতেই প্রায় ১০ শতাংশের কাছকাছি পড়ল থমাস কুক ইন্ডিয়ার শেয়ার।
শুরুতে থামস কুক ইন্ডিয়ার শেয়ার ১৪১.৬০টাকায় গিয়ে দাঁড়ায়। গতকালের থেকে এই দাম পড়েছে ৭.২ শতাংশ। যেখানে সেনসেক্স ইন্ডেক্স ০.০৩ শতাংশ বেড়ে ৩৯,১০০.৫৬ গিয়ে দাঁড়িয়েছে সেখানে এই পতন চোখে লাগার মতো।
সোমাবার একাধিক সংবাদ সংস্থা খবর করে ব্রিটেনের ট্রাভেল জায়েন্ট থামস কুক দেউলিয়া ঘোষণার জন্য আবেদন জানিয়েছে। ১৭৮ বছরের এই সংস্থা নিজেকে বাঁচাতে ২৫০মিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগকারীর থেকে চেয়েছে।
এরপরই থমাস কুকের ভারতীয় শাখা জানিয়েছে দেয়ে যে তাদের নিজস্ব অস্তিত্ব রয়েছে। ২০১২ সালে থমাস কুক ইউকের থেকে ৭৭ শতাংশ অংশীদারিত্ব কিনে নেন কানাডার সংস্থা ফেয়ারফ্যাক্স ফাইনান্সিয়াল হোল্ডিংস। তার পর থেকে থমাস কুক ইন্ডিয়ার সঙ্গে কোনো আর্থিক বা ব্যবসায়ীক যোগ নেই।
(সূত্র : লাইভ মিন্ট)