বাংলাbiz ডেস্ক: উৎসবের মরশুমের প্রক্কালে সুখবর শোনালো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গাড়ি, বাড়ি গোল্ড লোনে সুদের হার কমানোর কথা ঘোষণা করেছে এই রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক।
লোনের আবেদনের সময় প্রসেসিং ফিও মকুব করার কথা ঘোষণা করেছে স্টেট ব্যাঙ্ক।
ব্যাঙ্কের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।, লোনের অঙ্ক ও আবেদনকারীর ক্রেডিট রেটিং-এর ভিত্তি করে নির্ধারণ করা হবে কোন ক্ষেত্রে কতটা সুদের হারে ছাড় দেওয়া হবে।
এর পাশাপাশি ডিজিটাল মাধ্যমে লোনের আবেদন ও প্রক্রিয়া সম্পন্ন করা হলে আরও ছাড় পাওয়া যাবে বলে ব্যাঙ্কের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে।
গোল্ড লোনের ক্ষেত্রে ঋণ পরিশোধের সময়সীমার ভিত্তিতে অন্তত ৩৬ মাসের জন্য ৭.৫ শতাংশ হারে সুদ ধার্য করা হবে।
স্টেট ব্যাঙ্ক পার্সোনাল লোনের ক্ষেত্রেও বিশেষ ছাড় ঘোষণা করেছে। প্রকারভেদে ৯.৬ শতাংশ হারে পার্সোনাল লোনের সুদ ধার্য করা হয়েছে।
যারা স্টেট ব্যাঙ্কের গ্রাহক, গাড়ি কেনার ক্ষেত্রে অন রোড প্রাইসের সবটাই লোন দেবে ব্যাঙ্ক। অর্থাৎ জিরো ডাউনপেমেন্ট করেই গাড়ি কিনতে পারবে গ্রাহক।
আরও পড়ুন :
মোরাটোরিয়ামের সময়কালে ইএমআইয়ের উপর বাড়তি সুদ মকুবের প্রভাব নিয়ে পর্যালোচনায় কমিটি গড়ল কেন্দ্র