গ্রামীণ জনসংখ্যার মাত্র ২৫ শতাংশ আধুনিক স্বাস্থ্য পরিষবা পান, জানাচ্ছে সমীক্ষা

health care

ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে, PayNearby ‘ভারত স্বাস্থ্য সূচক’-এর প্রথম সংস্করণ প্রকাশ করেছে। ভারতে স্বাস্থ্য পরিষেবার সম্পর্কে সচেতনতার উপর এই সমীক্ষা করা হয়েছে।
এই সমীক্ষায় দেখা যাচ্ছে:

# এক পরিবার তাদের বার্ষিক আয়ের ১৫-২০% শতাংশ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের উপর খরচ করে থাকে

# যাদের উপর এই সমীক্ষা চালানো হয়েছে তাদের মধ্যে ৫৫% কখনও বীমার কথা শুনেনি

# ৭০% স্বাস্থ্য বীমার আওতায় নেই

# ২৩% হাসপাতালের খরচের জন্য ঋণ বা ধারের উপর নির্ভর করে

# ৪৫% চিকিৎসা পরিষেবা পেতে ১০ কিলোমিটারের বেশি যাত্রা করেছেন

# ৩৫% উত্তরদাতারা জানিয়েছেন তারা অনলাইন চিকিৎসা কেনাকাটায় আগ্রহ প্রকাশ করেছেন

# ৩২% টেলিমেডিসিনে আগ্রহ দেখিয়েছেন

ভারতের অর্ধ-গ্রামীণ এবং গ্রামীণ জনসংখ্যার মাত্র ২৫% তাদের এলাকার মধ্যে আধুনিক স্বাস্থ্য পরিষেবা নিতে পেরেছে। ভারতের বৃহত্তম শাখাবিহীন ব্যাঙ্কিং এবং ডিজিটাল নেটওয়ার্ক PayNearby দ্বারা প্রকাশিত ভারত স্বাস্থ্য সূচক (BHI) 2023 শীর্ষক একটি সমীক্ষায় এই বিষয়গুলি তুলে এনেছে। শহর থেকে গ্রামে অ্যাক্সেসিবিলিটি ইনডেক্সে বড় ধরনের ঘাটতি দেখা গেছে। সমীক্ষায় গ্রামীণ উত্তরদাতাদের মধ্যে মাত্র ১০% জানিয়েছেন যে তাদের ১০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে স্বাস্থ্য পরিষেবার সুবিধা রয়েছ।

আরও পড়ুন: সুধা মূর্তি, শঙ্কর মহাদেবনরা তৈরি করবেন এনসিইআরটি সিলেবাস

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.