বাংলা বিজ ডেস্ক: ফেব্রুয়ারি মাসে তিন বার বাড়ার পর মার্চের প্রথম দিনেই ফের বাড়ল রান্নার গ্যাসের দাম।
সোমবার রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থাগুলির ঘোষণা করেছে, সোমবার থেকে ১৪.২ কিলোগ্রামের ভরতুকিহীন সিলিন্ডারের দাম কলকাতায় ২৫ টাকা বেড়ে হচ্ছে ৮৪৫.৫০ টাকা। হোটেল, রেস্তরাঁয় ব্যবহারের ১৯ কিলোগ্রামের বাণিজ্যিক সিলিন্ডারের দর বেড়ে হচ্ছে ১৬৮১.৫০ টাকা।
গত ৪ ফেব্রুয়ারি ১৪.২ কেজির ভরতুকিহীন এলপিজি (LPG) সিলিন্ডার পিছু ২৫ টাকা বাড়ার পর ১৫ ফেব্রুয়ারি ফের বেড়েছিল ৫০ টাকা। ২৫ ফেব্রুয়ারি মধ্যরাতে ফের ২৫ টাকা দর বেড়ে যায় রান্নার গ্যাস-সিলিন্ডারের। সব মিলিয়ে ফেব্রুয়ারি মাসে রান্নার গ্যাসের দাম বেড়েছিল ১০০ টাকা। এর আগে গত ডিসেম্বরে দু’দফায় বেড়েছিল ১০০ টাকা। এ বার মার্চের পয়লা দিনেই ২৫ টাকা বেড়ে গেল। এর ফলে ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত মোট ২২৫ টাকা বাড়ল সিলিন্ডারের দর।
ভারত সরকার বর্তমানে গ্রাহকদের ঘরোয়া এলপিজি সিলিন্ডার (domestic LPG cylinders) বিক্রিতে ভরতুকি দিয়ে থাকে। সিলিন্ডার কেনার পরে ভরতুকির পরিমাণ সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়।
তবে শেষ কয়েক মাস ধরে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বাড়লেও ভরতুকির পরিমাণ স্থির রয়েছে ১৯.৫০ টাকায়। এ বার অবশ্য ভরতুকির পরিমাণ এখনও জানানো হয়নি।
এমনিতে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি নির্ধারণ করে। সচরাচর সেটা মাসিক ভিত্তিতে সংশোধিত হয়। আবার এক মাসে একাধিক বার সংশোধনেরও নজির রয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম এবং মার্কিন ডলার- ভারতীয় টাকার বিনিময় হারের উপর নির্ভর করে এলপিজির দাম ওঠা-নামা করতে পারে।