এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) সদস্যদের জন্য চালু হয়েছে একটি নতুন ই-পাসবুক (e-Passbook) পরিষেবা। এই ই-পাসবুকটি আগের তুলনায় আরও সুবিধাজনক এবং সদস্যদের নিজের ইপিএফ অ্যাকাউন্ট সম্পর্কে আরও বিস্তারিত তথ্য প্রদান করবে।
নতুন ই-পাসবুক পরিষেবা চালু করেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী ভূপেন্দ্র যাদব। ইপিএফও একটি বিবৃতি জারি করে বলেছে, নতুন পাসবুকে সদস্যরা এখন গ্রাফিকাল রিপ্রেজেন্টেশন-সহ নিজের অ্যাকাউন্ট সম্পর্কে আরও বিশদ তথ্য জানতে পারবেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারিতে ইপিএফও-তে ১৪.৮৬ লক্ষ সদস্য যোগ দিয়েছেন।
মঙ্গলবারই ২০২২-২৩ আর্থিক বছরের জন্য সদস্যদের আমানতের উপর ৮.১৫ শতাংশ সুদের হার ঘোষণা করেছে ইপিএফ। ২০২০-২১ অর্থবর্ষে ৮.৫ শতাংশ হারে ইপিএফে সুদ পেয়েছিলেন প্রায় পাঁচ কোটি গ্রাহক। ২০২১-২২ অর্থবর্ষে তা নামিয়ে ৮.১ শতাংশে নিয়ে আসা হয়েছিল। এ বার তা নামমাত্র ০.০৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (CBT) নিজের ২৩৩তম বৈঠকে ২০২২-২৩ আর্থিক বছরের জন্য ইপিএফ-এ ৮.১৫ শতাংশ হারে সুদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ইপিএফ-এ আমানতের উপর সুদের হার বাড়ানোর এই সিদ্ধান্ত পাঠানো হবে অর্থমন্ত্রকের কাছে। মন্ত্রক সবুজ সংকেত দিলেই গ্রাহকেরা বর্ধিত হারে সুদ পাবেন। তবে সুদ আগের চেয়ে বাড়ানো হল ঠিকই, কিন্তু তা প্রত্যাশা পূরণ করতে পারল না বলেই মনে করছেন অনেকে।
আরও পড়ুন: প্যান-আধার লিঙ্ক: ৩০ জুন পর্যন্ত বাড়ল সময়সীমা