কলকাতা : কোড়িকোড়ের (Kozhikode) বিমান দুর্ঘাটনায় জখম হয়েছেন এক বাঙালি বিমনাকর্মী।
অভীক বিশ্বাস নামে ওই যুবকের বাড়ি হুগলির কোন্নগরে। তিনি দর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানটির কেবিন ক্রু ছিলেন।
এবিপি আনন্দ জানাচ্ছে, দুবাই থেকে রওনা হয়ে তিনি মা ও বাবাকে ফোন করেছিলেন।
তাঁর বাবা জানিয়েছেন, দুর্ঘটনার পরও তিনি বাড়িতে ফোন করেন। ফোনে অভীক কয়েকজনকে উদ্ধারের কথাও জানান।
ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে। এর ফলে কী কারণে দুর্ঘটনা তা খুব শীঘ্রই স্পষ্ট হয়ে যাবে।
কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের আর্থিক ক্ষতিপূরণ ছাড়া ও আহতের চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করবে রাজ্য সরকার।
চাঞ্চল্যকর অভিযোগ
এ দিকে বিমান দুর্ঘটনা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রকের নিরাপত্তা উপদেষ্টা কমিটি সদস্য মোহন রঙ্গনাথন।
হিন্দুস্তান টাইমসকে তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কোড়িকোড়ের বিমানবন্দর যে বিপজ্জনক সে ব্যাপারে ২০১১ সালে ডিজিসিআই-কে তিনি জানিয়েছিলেন।
কিন্তু তাঁর বক্তব্যকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি বলে রঙ্গনাথনের অভিযোগ।