নয়াদিল্লি : এবার রঙিন টিভি আমদানিতে নিয়ন্ত্রণের বেড়া টানল ভারত। দেশীয় উৎপাদক সংস্থার বিক্রি বাড়ানো লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, রঙিন টিভি আমদানির ক্ষেত্রে মূলত চিনের আধিপত্য রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেডৃ (DGFT)-এর পক্ষ থেকে জানানো হয়েছে। ‘‘রঙিন টিভির ক্ষেত্রে ভারতের আমদানি নীতির সংশোধন করা হয়েছে। তা মুক্ত থেকে নিয়ন্ত্রত আমদানিতে পরিণত করা হয়েছে।
কোন কোন ধরনের টিভির ক্ষেত্রে নিয়ন্ত্রণ?
৩৬ সেমি থেকে ১০৫ সেমির স্ক্রি দৈর্ঘ্যের রঙিন টিভি। ৬৩ সেমি এলইডি টিভিকে এই নিয়ন্ত্রণের আওতায় ফেলা হয়েছে।
নতুন নিয়মে এই সাইজের রঙিন টিভি ভারতে রপ্তানি করার জন্য সংশ্লিষ্ট সংস্থাকে ডিজিএফটি-র থেকে লাইসেন্স নিতে হবে।
লক্ষ্য কি চিন?
বর্তমানে চিন সবচেয়ে বড় রঙিন টিভি রপ্তানিকারী দেশ। এছাড়া যে দেশগুলি ভারতে রঙিন টিভি রপ্তানি করে তাদের মধ্যে রয়েছে, ভিয়েতনাম, মালোশিয়া, হংকং, কোরিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, জার্মানি।
২০১৯-২০ আর্থিক বছরে ভারতে মোট রঙিন টিভি আমদানি হয়েছে ৭৮১ মিলিয়ন ডলার মূল্যের। যার মধ্যে ভিয়েতনাম থেকে আমদানি হয়েছে ৪২৮ মিলিয়ন ডলার এবং চিন থেকে ২৯৩ মিলিয়ন ডলার মূল্যের।
প্যানাসোনিক ইন্ডিয়ার সিইও এবং প্রেসিডেন্ট মণীশ শর্মা জানিয়েছেন, এর ফলে আমাদের উপর খুব একটা প্রভাব পড়বে না। কারণ বড় বড় টিভি উৎপাদক সংস্থার ভারতে অ্যাসেম্বেলিং করার নিজস্ব কারখানা রয়েছে।