বেশ কিছু অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন, ক্যানসার প্রতিরোধী ওষুধ এবং অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ ওষুধের দাম কমবে।
নয়াদিল্লি: প্রকাশিত হল অত্যাবশ্যক ওষুধের জাতীয় তালিকা (National List of Essential Medicines 2022)। এই তালিকায় ঠাঁই পেয়েছে ২৭টি বিভাগের ৩৮৪টি ওষুধ। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের একটি বিবৃতি জানানো হল, এই জাতীয় তালিকা প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya)।
টুইটারে মাণ্ডব্য লেখেন, “বেশ কিছু অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন, ক্যানসার প্রতিরোধী ওষুধ এবং অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ ওষুধ আরও সাশ্রয়ী হবে এবং চিকিৎসার খরচ কমিয়ে দেবে।”
বিবৃতিতে বলা হয়েছে, অত্যাবশ্যক ওষুধের এই জাতীয় তালিকা (NLEM 2022) সাশ্রয়ী মূল্যে সবার কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে। এতে যেমন প্রস্তুতকারক সংস্থাগুলি প্রতিযোগিতায় টিকে থাকতে ওষুধের মান বাড়াবে, অন্য দিকে সাধারণ মানুষেরও খরচের বহর কমবে।
সংশ্লিষ্ট বিভিন্ন মহলের সঙ্গে বিস্তৃত আলোচনার মাধ্যমে তাদের মতামতের উপর নির্ভর করেই এই তালিকা প্রস্তুত করা হয়েছে। এই তালিকায় অন্তর্ভুক্তির জন্য নিম্নলিখিত মানদণ্ড অনুসরণ করা হয়:
১. ভারতে কোনো রোগের নিরাময়ে উপযোগী
২. ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ডিসিজিআই-এর অনুমোদিত বা লাইসেন্সপ্রাপ্ত
৩. বৈজ্ঞানিক নথির উপর নির্ভর করে কার্যকারিতা এবং সুরক্ষার প্রমাণ
৪. তুলনামূলক ভাবে সাশ্রয়ী হতে হবে
৫. বর্তমান চিকিৎসা নির্দেশিকার শর্তগুলি মেনে চলতে হবে
৬. ভারতের জাতীয় স্বাস্থ্য কর্মসূচির অধীনে প্রস্তাবিত
৭. একই থেরাপিউটিক ক্লাস থেকে একাধিক ওষুধ পাওয়া গেলে সেই শ্রেণির একটি প্রোটোটাইপ/চিকিৎসাগত ভাবে সবচেয়ে উপযুক্ত ওষুধ অন্তর্ভুক্ত করতে হবে
৮. একটি ওষুধের ইউনিট মূল্য নয়, মোট চিকিৎসা মূল্য বিবেচনা করতে হবে
৯. স্থির ডোজ সমন্বয় সাধারণত অন্তর্ভুক্ত করা হয় না
১০. ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামের (যেমন রোটাভাইরাস ভ্যাকসিন) অংশ হিসাবে এবং যখন ভ্যাকসিন অন্তর্ভুক্ত করা হয়।
এখানে ক্লিক করে দেখুন তালিকার অন্তর্ভুক্ত ওষুধগুলির নাম: NLEM 2022
Discover more from banglabiz
Subscribe to get the latest posts sent to your email.