এক্স-রে মেশিন এবং নন-পোর্টেবল এক্স-রে জেনারেটর আমদানিতে শুল্ক বাড়ছে। আগামী ১ এপ্রিল থেকে ১৫ শতাংশ শুল্ক আরোপ করছে কেন্দ্রীয় সরকার।
বর্তমানে পোর্টেবল এক্স-রে মেশিন এবং নন-পোর্টেবল এক্স-রে জেনারেটর এবং যন্ত্রপাতি ১০ শতাংশ আমদানি শুল্ক কার্যকর রয়েছে।
গত শুক্রবার লোকসভায় পাস হয় ফিনান্স বিল ২০২৩-এর সংশোধনী। তাতেই একটি অংশ হিসেবে এক্স-রে মেশিন এবং নন-পোর্টেবল এক্স-রে জেনারেটর আমদানিতে শুল্ক বাড়ানোর কথা বলা হয়েছে।
ওয়াকিবহাল মহলের মতে, আমদানি শুল্ক বৃদ্ধির নেপথ্যে নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে কেন্দ্রের। এক দিকে আমদানি নির্ভরতা কমানো, অন্য দিকে ‘মেক ইন ইন্ডিয়া’কে উৎসাহিত করতেই এই পদক্ষেপ।
প্রসঙ্গত, ফিনান্স বিল ২০২৩-এর অধীনে পান মসলা, সিগারেট এবং অন্যান্য তামাকজাত পণ্যের উপর জিএসটি ক্ষতিপূরণ সেসের সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে কেন্দ্রীয় সরকার। উল্লেখযোগ্য ভাবে, এটি সর্বোচ্চ খুচরো মূল্যের সঙ্গে যুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: পান মসলা এবং সিগারেটের উপর চাপল জিএসটি সেসের সর্বোচ্চ হার