
গত দু’দিন ধরে সোনার দাম খানিকটা কমতে আশার আলো দেখছিলেন ক্রেতারা। মঙ্গলবার ফের দামের ছ্যাঁকা। এ দিন বাজার খুলতেই বাড়ল সোনার দাম।
আন্তর্জাতিক স্তরে দাম বেড়েছে সোনা-রুপোর। মূল্যবান ধাতুর দাম বৃদ্ধির আবহেই মঙ্গলবার জাতীয় রাজধানী দিল্লিতে বুলিয়ন মার্কেটে ২৪ ক্যারাট সোনার দাম প্রতি ১০ গ্রামে ২৮০ টাকা বেড়ে পৌঁছেছে ৬০ হাজার ৬৮০ টাকা। আগের ট্রেডিংয়ে প্রতি ১০ গ্রাম সোনার দাম বন্ধ হয়েছিল ৬০ হাজার ৪০০ টাকায়। রুপোও প্রতি কেজিতে ৭৪০ টাকা বেড়ে ৭৪ হাজার ৯৫০ টাকা হয়েছে।
অন্য দিকে, আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপো যথাক্রমে প্রতি আউন্সে ২,০০৪ ডলার এবং ২৫.০৪ ডলার বেড়েছে। বিশ্লেষকদের মতে, মার্কিন বেঞ্চমার্ক বন্ডের ফলন কম হওয়ায় মঙ্গলবার ডলার দুর্বল হয়ে পড়ে। সেসময় কোমেক্স সোনা সবুজ রঙে লেনদেন করছিল।
স্পট মার্কেটে শক্তিশালী চাহিদার কারণে, নতুন অবস্থান তৈরি হয়েছে। যে কারণে মঙ্গলবার ফিউচার ট্রেডিংয়ে সোনার দাম ৩৬৭ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ৬০ হাজার ৪৩০ টাকা। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে, জুনের চুক্তিতে সোনার দাম ৩৬৭ টাকা বা ০.৬১ শতাংশ বেড়ে ১৮,৩৯৪ লটের ব্যবসায়িক লেনদেনে প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ৬০ হাজার ৪৩০ টাকা।
আরও পড়ুন: ৮ বছরে মুদ্রা যোজনার সুবিধা পেয়েছেন ৪১ কোটি গ্রাহক