
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY) এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (PMSBY)-র মতো ছোটো বিমা প্রকল্পগুলির প্রচারে কোমর বেঁধে নামতে চলেছে কেন্দ্রীয় সরকার।
জানা গিয়েছে, এই দুই বিমা প্রকল্পে কভারেজের বহর বাড়ানোর বিষয়ে ইতিমধ্যেই সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব এবং সিনিয়র আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেছেন আর্থিক পরিষেবা সচিব বিবেক যোশি। ওই বৈঠকে গ্রাম পঞ্চায়েত স্তরে এই প্রকল্পগুলিকে আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।
মঙ্গলবার অর্থমন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, তিন মাসব্যাপী প্রচারাভিযানটি ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত দেশের সমস্ত জেলাকে কভার করবে। প্রচারাভিযান কার্যকরভাবে পরিচালনা ও মনিটরিং নিশ্চিত করতে মুখ্য সচিবদের সক্রিয় ভূমিকার কথাও বলা হয়েছে। এর অধীনে, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জনসংখ্যার পরিধি এবং আকার বিবেচনা করে ক্ষুদ্র-বিমা প্রকল্পের অধীনে তালিকাভুক্তি বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।
জীবন জ্যোতি বিমা যোজনার অধীনে এখনও পর্যন্ত সক্রিয় তালিকাভুক্তির সংখ্যা ৮.৩ কোটি। একই সময়ে, ২৩.৯ কোটি মানুষ প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার অধীনে নিজেদের নাম নথিভুক্ত করেছেন। এই স্কিমের অধীনে প্রায় ১৫ হাজার ৫০০ কোটি টাকার দাবি নিষ্পত্তি করা হয়েছে।
বলে রাখা ভালো, ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসে অ্যাকাউন্ট রয়েছে এমন ব্যক্তিরা জীবন জ্যোতি বিমা যোজনায় ২ লক্ষ টাকার বিমা কভারেজের সুবিধা পেয়ে থাকেন। বিমাকারীর মৃত্যুর ক্ষেত্রে আর্থিক সুবিধা পান তাঁর পরিবার। অন্য দিকে, সুরক্ষা যোজনায় মৃত্যু অথবা স্থায়ী অক্ষমতার জন্য ২ লক্ষ টাকা এবং আংশিক স্থায়ী অক্ষমতার জন্য ১ লক্ষ টাকার আর্থিক সুবিধা পাওয়া যায়।
আরও পড়ুন: ব্যাঙ্কের কোন কোন পরিষেবার জন্য চার্জ দিতে হয়, জানুন বিস্তারিত