আরও কমল সোনার দাম, জানুন আপনার শহরে দাম কত

gold

বৃহস্পতিবার আবারও কমেছে সোনার দাম। তবে রুপোর দাম কিছুটা চকচকে হয়েছে। আপনি যদি সোনায় বিনিয়োগ করতে চান, তা হলে আজই সাশ্রয়ী মূল্যে এটি কিনতে পারেন। তার আগে জেনে নিন, আপনার শহরে আজ ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কত।

এইচডিএফসি সিকিউরিটিজের তথ্য অনুসারে, বিশ্বব্যাপী সোনার দাম ১৫০ টাকা কমে প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ৫৭ হাজার ৩৫০ টাকা। আগের লেনদেনে, প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫৭ হাজার ৫০০ টাকায় বন্ধ হয়েছিল। আন্তর্জাতিক বাণিজ্যে, স্বর্ণ প্রতি আউন্স ১ হাজার ৮২০ মার্কিন ডলারে লেনদেন হয়েছে।

আজ রুপোর দাম বেড়েছে ৩০০ টাকা। প্রতি কেজিতে ৩০০ টাকা বেড়ে হয়েছে ৭১ হাজার ৩০০ টাকা। আন্তর্জাতিক বাজারে আউন্স প্রতি রুপো ২১.১৫ ডলারে লেনদেন হয়েছে।

সোনার দাম কোথায় কত

১. কলকাতা: ২৪ ক্যারেট প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫৭,১৬০ টাকা

২. দিল্লি: ২৪ ক্যারেট প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫৭,৩১০ টাকা

৩. লখনউ: ২৪ ক্যারেট প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫৭,৩১০ টাকা

৪. বেঙ্গালুরু: ২৪ ক্যারেট প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫৭,১৬০ টাকা

৫. মুম্বই: ২৪ ক্যারেট প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫৭,১৬০ টাকা

৬. পটনা: ২৪ ক্যারেট প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫৭,২১০ টাকা

৭. চেন্নাই: ২৪ ক্যারেট প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫৭,৭৬০ টাকা

৮.চণ্ডীগড়: ২৪ ক্যারেট প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫৭,৩১০ টাকা

৯. সুরাত: ২৪ ক্যারেট প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫৭,২১০ টাকা

১০. কেরল: ২৪ ক্যারেট প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫৭,১৬০ টাকা

আরও পড়ুন: সোনা-রুপোর দামে ব্যাপক পতন! ৯০০ টাকা কমল সোনা, প্রায় ৩ হাজার টাকা রুপোয়

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.