বিবি ডেস্ক : দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে নতুন দাওয়া দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দেশীয় সংস্থাগুলির জন্য কর্পোরেট ট্যাক্স কমিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।
শুক্রবার গোয়ায় এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, সরকার দেশীয় এবং নতুন উৎপাদনকারী সংস্থাগুলির কর কম করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন করের হার হবে ২৫.১৭ শতাংশ। এর মধ্যে ধরা থাকবে সারচার্জ ও সেস।
নির্মলা সীতারমণ জানান, ২০১৯-২০ অর্থবর্ষ থেকে এই নতুন করের হার চালু হবে। এর জন্য আয়কর আইন, ১৯৬১ সংশোধনের অর্ডিন্যান্স আনা হচ্ছে।
অর্থমন্ত্রীর এই ঘোষণার পরই চড়তে শুরু করে শেয়ার বাজার। বম্বে স্টক এক্সচেঞ্জে সেনসেক্সের সূচক এ দিন উঠেছে ১,৩২৮.২৩ পয়েন্ট। অন্ট শেষ খবর পাওয়া পর্যন্ত নিফটিও বেড়েছে ৩০০ পয়েন্টের বেশি।
এ দিন শতাংশের বিচারে সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছে টাটা স্টিল, ইন্ডিয়াবুলস হাউসিং ফিনান্স, এইচডিএফসি ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক। ৪.৬২ শতাংশ থেকে ৫.৩৫ শতাংশ বেড়েছে সূচকগুলি।
ক্রমশ নামতে থাকা অর্থনীতিকে চাঙ্গা একাধিক ব্যবস্থা নিয়েছে মোদী সরকার। এর আগে রপ্তানি বাণিজ্যেকে উৎসাহ দেওয়ার জন্য দুবাইয়ের মতো শিল্প মেলা করার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।
পাশাপাশি হাউসিং সেকটরকে চাঙ্গা করার জন্য বেশ পদক্ষেপের কথাও ঘোষণা করেছেন নির্মলা সীতারমণ।