৮.২৫ শতাংশ পর্যন্ত আয়ের সুযোগ! আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের এফডি-তে সুদের হার সংশোধন

IDFC

ফিক্সড ডিপোজি‌ট (Fixed Deposit) বা এফডি (FD)-তে সুদের হার সংশোধন করেছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক (IDFC FIRST Bank)। ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে, ২ কোটি টাকার কম পরিমাণে স্থায়ী আমানতের সুদের হার সংশোধন করা হয়েছে৷ নতুন হার ২ নভেম্বর, ২০২৩ থেকে কার্যকর হয়েছে।

এফডি-তে সুদের হার সংশোধনের পর, ব্যাঙ্ক বর্তমানে ৭ দিন থেকে ১০ বছর মেয়াদের আমানতের উপর ৩ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ পর্যন্ত সুদের হার অফার করছে। সাধারণ নাগরিকদের জন্য ৫৪৯ দিনে- ২ বছরের মেয়াদি আমানতের উপর সর্বোচ্চ সুদের হার ৭.৭৫ শতাংশ।

আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে এফডি সুদের হার

মেয়াদসাধারণের জন্যপ্রবীণ নাগরিগের জন্য
৭-১৪ দিন৩.০০%৩.৫০%
১৫-২৯ দিন৩.০০%৩.৫০%
৩০-৪৫ দিন৩.০০%৩.৫০%
৪৬-৯০ দিন৪.৫০%৫.০০%
৯১-১৮০ দিন৪.৫০%৫.০০%
১৮১ দিন- ১ বছরের কম৫.৭৫%৬.২৫%
১ বছর৬.৫০%৭.০০%
১ বছর ১ দিন- ৫৪৮ দিন৭.৫০%৮.০০%
৫৪৯ দিন- ২ বছর৭.৭৫%৮.২৫%
২ বছর ১ দিন – ৩ বছর৭.২৫%৭.৭৫%
৩ বছর ১ দিন- ৫ বছর৭.০০%৭.৫০%
৫ বছর ১ দিন- ১০ বছর৭.০০%৭.৫০%
*ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে

আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের রেকারিং ডিপোজিটে সুদের হার

ব্যাঙ্কটি বর্তমানে সাধারণ নাগরিকদের জন্য ৬ মাস থেকে ১০ বছর মেয়াদের রেকারিং ডিপোজিটের উপর ৪.৫০ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে।

আরও পড়ুন: পয়লা নভেম্বর থেকে এই সব আর্থিক নিয়মে বদল, প্রভাব পড়বে সাধারণের পকেটে

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.