কলকাতা: শীর্ষস্থানীয় সর্বজনীন ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম – বন্ধন ব্যাঙ্ক (Bandhan Bank) স্থায়ী আমানতের উপর উচ্চ সুদের হারের একটি বিশেষ সীমিত-সময়ের অফার নিয়ে এসেছে ৷ এই সুদের হারগুলি দুই কোটি টাকা পর্যন্ত খুচরো আমানতের ক্ষেত্রে প্রযোজ্য এবং ৭ নভেম্বর, ২০২২ থেকে কার্যকর ৷
বন্ধন ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এটি নতুন আমানতের পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ আমানতের পুনর্নবীকরণের ক্ষেত্রেও প্রযোজ্য হবে৷ এই নতুন অফারের মাধ্যমে, ব্যাঙ্ক সমস্ত ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ সুদের হার অফার করছে।
এই বৃদ্ধির ফলে, গ্রাহকরা ৬০০ দিনের মেয়াদি আমানতের উপর ৭.৫ শতাংশ পর্যন্ত সুদের হার পাবেন। সিনিয়র সিটিজেনরা ০.৫০ শতাংশ বা ৫০ বিপিএস বেশি সুবিধা পাবেন, এর ফলে ৬০০ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের এর জন্য তাদের রিটার্ন হবে ৮ শতাংশ। এক বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের ০.৭৫ শতাংশ বা ৭৫ বিপিএস বেশি সুদের হার অফার করে৷
রিটেল ডোমেস্টিক/ নন-রেসিডেন্ট রুপি টার্ম ডিপোজিট রেট চার্ট (৭ নভেম্বর, ২০২২ থেকে কার্যকর)
বন্ধন ব্যাঙ্কের বর্তমান গ্রাহকরাও রিটেল ইন্টারনেট ব্যাঙ্কিং বা এমবন্ধন (mBandhan) মোবাইল অ্যাপের মাধ্যমে নিজের বাড়ি বা অফিস থেকে এফডি বুকিং বা বিনিয়োগের সুবিধা উপভোগ করতে পারেন। এই অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে, গ্রাহকরা নির্ঞ্ঝাটে তৎক্ষণিক ভাবে এফডি বুক করতে পারবেন।
আরও পড়ুন: বিনিয়োগের সঙ্গে দুর্দান্ত রিটার্ন! এই সরকারি প্রকল্পের কথা জানা আছে তো?