কয়েক দশকের মধ্যে দেশের সবচেয়ে মারাত্মক ট্রেন দুর্ঘটনা। ওড়িশার বালেশ্বরে তিনটি ট্রেনের সংঘর্ষে মৃতের সংখ্যা অন্তত পক্ষে ২৮৮। গভীর উদ্বেগজনক এই দুর্ঘটনায় সাহায্যের হাত বাড়াল আদানি গোষ্ঠী।
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় বাবা-মাকে হারিয়েছে, এমন শিশুদের পড়াশোনার খরচ জোগানোর ঘোষণা করেছেন গৌতম আদানি। রবিবার আদানি গোষ্ঠীর কর্ণধার একটি টুইটে লেখেন, ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং শিশুদের একটি ভালো ভবিষ্যৎ নিশ্চিত করা সকলের যৌথ দায়িত্ব।
হিন্দিতে টুইট করে গৌতম আদানি জানান, “ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় আমরা সকলেই গভীর ভাবে ব্যথিত। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আদানি গ্রুপ এই দুর্ঘটনায় বাবা-মাকে হারানো নিরীহ শিশুদের স্কুল শিক্ষার দায়িত্ব নেবে। ভুক্তভোগী এবং তাদের পরিবার এবং শিশুদের একটি ভালো আগামী দিনের জন্য সহযোগিতা করা আমাদের সকলের যৌথ দায়িত্ব।”
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় যাত্রীবাহী ট্রেন, করমণ্ডল – শালিমার এক্সপ্রেস, আচমকা লাইনচ্যুত হয়ে যায় এবং একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটে। অন্যদিকে যশবন্তপুর-হাওড়া সুপারফাস্ট ট্রেনটির সঙ্গে সংঘর্ষ হয় লাইনচ্যুত কোচগুলির।
আরও পড়ুন: স্বাধীনতার পর ভারতীয় রেলের ইতিহাসে সবচেয়ে মারাত্মক ওড়িশা ট্রেন দুর্ঘটনা