বিবি ডেস্ক : করোনাভাইস এফেক্টস। বৃহস্পতিবারও পড়ল সোনার দাম। পৌঁছে গেল ৪০হাজারের নীচে। প্রতি দশ গ্রাম সোনার দাম দাঁড়াল ৩৯,১৬৯টাকা। গত আটটি সেশনের মধ্যে সপ্তম পতন।
তবে এদিন রূপোর দাম কিছুটা হলেও বেড়েছে। ০.৪৫ শতাংশ বেড়ে প্রতি কেজি রূপোর দাম হয়েছে ৩৪,০৬০টাকা।
বুধবার সোনার দাম ৩১১ টাকা বেড়ে হয়, ৪০,২৪১টাকা। কিন্তু লক্ষ্মীবারেই ফের একবার পতন সোনার দামে।
করোনার ধাক্কায় অর্থনীতি কোথায় গিয়ে ঠেকবে তা বিশেষজ্ঞরাও আন্দাজ করতে পারছেন না। এই পরিস্থিতি সোনার গয়নার বাজারা কবে উঠবে তাও স্পষ্ট করে বলা মুশকিল।