বিবি ডেস্ক : করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশের অর্থনীতিতে। শেয়ারবাজার থেকে আরাম্ভ করে অর্থনীতির প্রায় সবক্ষেত্রে প্রভাব পড়েছে এই ‘মহামারী’র। আর্থিক ধাক্কা সামাল দিতে বিশেষ টাক্স ফোর্স গঠনের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৃহস্পতিবার করোনাভাইরাসের মোকাবিলায় কী ভাবে করা তা নিয়ে জাতীর উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘ইকোনমি রেসপন্স টাস্ক ফোর্স’ নামে অর্থমন্ত্রকের অধীনে এই বিশেষ টাস্ক ফোর্স অর্থনীতির সঙ্গে জড়িত বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে কথা বলবে। প্রয়োজনে রাজ্যের সঙ্গেও এই নিয়ে আলোচনা চালাবে এই টাস্ক ফোর্স। করোনা ধাক্কা সামলে অর্থনীতিতে কী ভাবে চাঙ্গা করা যায় তার রাস্তা খুঁজবে এই টাস্ক ফোর্স।
করোনাভাইরাসের ধাক্কায় বিশ্ব জুড়ে অর্থনীতি নিম্নমুখী। এর প্রভাব পড়েছে ভারতের অর্থনীতিতেও। বৃহস্পতিবার সোনার দামও পড়েছে উল্লেখযোগ্যভাবে। পড়েছে টাকার দামও।