নয়াদিল্লি : করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা কমাতে নগদের বদলে ডিজিট্যাল লেনদেনের উপর জোর দিতে ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিল কেন্দ্র।
একটি বিজ্ঞপ্তি জারি করে অর্থমন্ত্রক জানিয়েছে, নগদ লেনদেন ভাইরাস সংক্রমণের আশঙ্কা থাকে। সেক্ষেত্রে গ্রাহকদের ডিজিট্যাল মাধ্যমে টাকা আদান-প্রদান উৎসাহ দিতে হবে ব্যাঙ্কগুলিকে। এনইএফটি, নেট ব্যাঙ্কিং, কার্ড পেমেন্টস, মোবাইল ব্যাঙ্কিং, এগুলির উপর জোর দেওয়ার জন্য ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র।
এর পাশাপাশি, চিঠিপত্র প্রদান কেন্দ্র, গ্রাহক পরিষেবা প্রদান কেন্দ্র এবং ব্যাঙ্কিং এজেন্টকে গ্রাকদের জন্য পর্যাপ্ত স্যানিটেশনের ব্যবস্থার রাখার কথা বলা হয়েছে।
স্পর্শ করে ব্যবহার করতে হয় এমন যন্ত্রের বদলে স্পর্শবিহীন যন্ত্রের ব্যবহার করতে। লিফটের বোতাম যাতে একজন ব্যক্তি ব্যবহার করে সে রকম ব্যবস্থা করতে।
মার্চের ১৯ তারিখ পর্যন্ত ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১৬৯-এ পৌঁছেছে। এখন পর্যন্ত তিনজন এই রোগে মারা গিয়েছেন।