বিবি ডেস্ক : ‘কিউ কি ডিজিটাল কা জামানা হ্যায়’। এই ডিজিটাল জামানায় জমিয়ে বাজার ধরতে বিনিয়োগকারী খুঁজছে বালাজি টেলিফিল্ম।
‘মেগা সিরিয়াল কুইন’ একতা কাপুরের বালাজি টেলিফিল্ম ইতিমধ্যেই ডিজিটাল বিনোদনের জগতে জায়গা করে নিয়েছে। ‘অল্ট বালাজি’ অ্যাপ ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। লকডাউনের তারা ভালোই ব্যবসা করেছে।
বালাজি টেলিফিল্মের এমডি শোভা কাপুর জানিয়েছেন, ‘‘এই বছর বালাজি টেলিফিল্মের কাছে অন্যতম সেরা বছর। কোভিড ১৯-এর প্রকোপ থাকা সত্বেও কোম্পানি ভালো ব্যবসা করেছে।’’
তিনি জানিয়েছেন, ডিজিট্যাল মাধ্যমে এগিয়ে যাওয়ার জন্য আরও ভালো ভালো বিষয়বস্তু তাঁরা তুলে ধরবেন।
কোম্পানি এ বছর ক্লাস অফ ২০২০, কাহে কো হামসফর-এর মতো শো তৈরি করেছে। শোগুলির বিভিন্ন আর্থিক দিককে খুঁজে বার করার জন্য আইডিএফসি সিকিউরিটিসকে নিয়োগ করেছে।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বালাজি টেলিফিল্মে ২৪.৯২ শতাংশ আংশিদারিত্ব নিয়েছে। সে কারণে সংস্থার শেয়ার গত তিন মাসে ৫৫ শতাংশ বেড়েছে। সংস্থার এখন বর্তমান মূলধন ৯০৫ কোটি টাকা। এর মধ্যে সংস্থার ‘প্রমোটার’-এর ৩৪.৩৩ শতাংশ অংশীদারিত্ব রয়েছে।
সূত্র: মানি কন্ট্রোল