
ভারতে রেশন বিতরণের প্রকল্প বহু বছর ধরে চলছে। এর মাধ্যমে সারাদেশে মানুষকে নির্দিষ্ট হারে রেশন দেওয়া হয় এবং গত কয়েক বছরে করোনার কারণে সরকার বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্পও শুরু করেছিল, যা এখনও চলছে। কিন্তু এই রেশন স্কিমের আওতায় সুবিধা পেতে গ্রাহকের কাছে রেশন কার্ড থাকা প্রয়োজন।
সরকারের দেওয়া রেশন পেতে রেশন কার্ড থাকা যতটা গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্বপূর্ণ আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার আইডি থাকা। একজন ব্যক্তি শুধুমাত্র রেশন কার্ডের সাহায্যে বিনামূল্যে রেশন পেতে পারেন। রাজ্য সরকার নাগরিকদের রেশন কার্ড দেয়।
রেশন কার্ড শুধু রেশন পাওয়ার মাধ্যমই নয়, অন্য দিকে এটি এক নজন নাগরিকের পরিচয়পত্রও বটে। এতে, আধার কার্ডের মতোই কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্কিত সমস্ত প্রয়োজনীয় তথ্য রেকর্ড করা হয়।
কী কী নথি জমা দিতে হবে
ক) নতুন রেশন কার্ডের আবেদন করতে প্রথমেই দরকার অ্যাপ্লিকেশন ফর্ম বা আবেদনপত্র। এই অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে অনলাইনে। সেই আবেদনপত্রের প্রিন্ট নিতে হবে।
খ) যে ব্যক্তি নতুন ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করছেন, সেই ব্যক্তির পরিবারের প্রধানের পাসপোর্ট মাপের ছবি লাগবে।
গ) আবেদনকারীর পরিচয়ের প্রমাণপত্র জমা করা বাধ্যতামূলক। তা হতে পারে ভোটার কার্ড, আধার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স।
ঘ) আবেদনকারীর ঠিকানার প্রমাণপত্র লাগবে। সে ক্ষেত্রে ভোটার কার্ড, আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যেমন করতে পারেন, আবার ইলেকট্রিসিটি বিল কিংবা জল করের বিলও জমা দেওয়া যেতে পারে।
ঙ) পরিবারের সকল সদস্যের যাবতীয় তথ্য, আয় সংক্রান্ত তথ্য দিতে হবে।
আরও পড়ুন: ফের বাড়ল ভারতের বিদেশি মুদ্রা ভাণ্ডার, শেষ ১০ মাসে সর্বোচ্চ