ভারতে দাম বেড়েছে অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশনের। নতুন প্ল্যানগুলি দ্রুত কার্যকর হয়েছে। অ্যামাজন নিজের প্রাইম ভিডিও স্ট্রিমিং পরিষেবার একটি রি-ব্র্যান্ডিং ঘোষণা করেছে। জানানো হয়েছে,আগামী মাসে অ্যামাজন টিভি হিসাবে পরিচিত হবে এই প্ল্যাটফর্ম। আর ওই ঘোষণার সঙ্গে সঙ্গেই দাম বেড়েছে অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশনের।
অ্যামাজন প্রাইম মেম্বারশিপের নতুন মূল্য
১. মাসিক প্ল্যানটি ১৭৯ টাকা থেকে বেড়ে ২৯৯ টাকা হয়েছে, অর্থাৎ প্রতি মাসে ১২০ টাকা বেড়েছে।
২. ত্রৈমাসিক প্ল্যানের জন্য, সদস্যদের এখন ৫৯৯ টাকা দিতে হবে, যা আগে ছিল ৪৫৯ টাকা।
৩. বার্ষিক সদস্যপদ ১,৪৯৯ টাকায় রয়ে গেছে, যেখানে বার্ষিক প্রাইম লাইট প্ল্যানের দাম রয়েছে ৯৯৯ টাকায়।
উল্লেখ্য, অ্যামাজন নিজের প্রাইম মেম্বারশিপের দাম শেষ বার বাড়িয়েছিল ২০২১ সালের ডিসেম্বরে। তবে, বর্তমান সদস্যরা নিজেদের সাবস্ক্রিপশন পুরনো দামে ব্যবহার করা চালিয়ে যেতে পারবেন, কিন্তু নতুন সদস্যদের সংশোধিত মূল্য দিতে হবে।
অ্যামাজন প্রাইম নিজের সদস্যদের অ্যামাজনের অনলাইন শপিং প্ল্যাটফর্মে অ্যাক্সেস, বিনামূল্যে এবং দ্রুত ডেলিভারি, সেই সঙ্গে নির্দিষ্ট পণ্যগুলিতে একচেটিয়া ডিসকাউন্ট-সহ বেশ কিছু সুবিধা দিয়ে থাকে। সদস্যদের প্রাইম ভিডিও, প্রাইম মিউজিক, প্রাইম রিডিং, প্রাইম গেমিং এবং অ্যামাজন ফ্যামিলিতেও অ্যাক্সেস রয়েছে।
সাম্প্রতিক এই মূল্যবৃদ্ধি অ্যামাজন প্রাইম সদস্যদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ কেউ দাম বৃদ্ধির বিষয়ে হতাশা প্রকাশ করেছে, অন্যরা এটিকে পরিষেবা আরও উন্নত করার জন্য সংস্থার একটি প্রয়োজনীয় পদক্ষেপ হিসাবে দেখেছে।
আরও পড়ুন: ব্যাঙ্কের শাখায় না গিয়ে কী ভাবে এসবিআই নেট ব্যাঙ্কিং অ্যাক্টিভেট করবেন?
Discover more from banglabiz
Subscribe to get the latest posts sent to your email.