বাঁচবে কর, উপরি পাওনা সুনাম! এই পদ্ধতিতে কর বাঁচানোর কথা ভেবেছেন কি?

সরকার নির্ধারিত নির্দিষ্ট অঙ্কের বেশি রোজগার করা প্রত্যেক ভারতীয়কে কর (Income Tax) দিতেই হবে। যে ব্যক্তির উপার্জন যত বেশি, সেই ব্যক্তিকে তত বেশি কর দিতে হয়। যদিও বেশ কয়েকটি উপায়ে কর ছাড় পাওয়া যেতে পারে। যেমন সরকারি খাতে বিনিয়োগ (Investment), সঞ্চয়, স্বাস্থ্য খাতে বিনিয়োগ ইত্যাদি। তবে অনেকেই হয়তো জানেন না যে দান বা জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রে প্রদেয় টাকার উপরে ভিত্তি করে মোটা টাকা কর ছাড় পাওয়া সম্ভব।

কর ছাড় বিষয়টি ঠিক কী?

কিছু শর্ত মেনে চললে করযোগ্য আয় (Taxable Income) থেকে একটি অংশ কর বাবদ প্রদেয় অর্থ থেকে বাদ দেওয়া যেতে পারে। এটিই কর ছাড় নামে পরিচিত। এই শর্তের মধ্যে একটি হল দান। নির্দিষ্ট কিছু স্থানকে সরকারের পক্ষ থেকে করমুক্ত প্রতিষ্ঠান হিসাবে ঘোষণা করা হয়েছে। কারও বার্ষিক উপার্জন করের আওতায় পড়লে বিনিয়োগের পাশাপাশি এই ধরনের প্রতিষ্ঠানে দান করে কর ছাড় পাওয়া যেতে পারে।

কারা এই কারণে দান করতে পারবেন?

কোনও ব্যক্তি যদি কর প্রদানের যোগ্য হয়ে থাকেন, তবে তিনি ৮০জি ধারার (Section 80C) অধীনে কর ছাড়ের দাবি করার যোগ্য। সংশ্লিষ্ট ব্যক্তিকে ভারতীয় পাসপোর্টধারী হতে হবে। অনাবাসী ভারতীয় হলেও অসুবিধা নেই। মনে রাখতে হবে, দান কার্যে অর্থ প্রদান করে প্রতি ক্ষেত্রেই কর ছাড় পাওয়ার যোগ্যতা অর্জনের জন্য অন্তত পক্ষে একটি করযোগ্য আয় থাকা আবশ্যক।

অসরকারি সংগঠন (এনজিও)-তে (NGO) দান করার পূর্বে মনে রাখা প্রয়োজন যে নিশ্চিত রূপে এই বিষয়টি আয়কর বিভাগে আনুষ্ঠানিক ভাবে নিবন্ধিত হয়েছে। এটি সাধারণত ১২এ-এর অধীনে নিবন্ধিত হতে হবে। এই ধরনের জনকল্যাণমূলক কাজের জন্য পরিচিত প্রতিষ্ঠানগুলিতে দান করার মাধ্যমে কর ছাড় পেতে গেলে, ধারা ৮০জি-র (Section 80G) অধীনে কর ছাড়ের আবেদন করা যেতে পারে। এ ছাড়াও ১৯৬১ সালের আয়কর আইন অনুযায়ী ধারা ৮০জিজিএ (Section 80GGA) বা ৩৫সি-র (Section 35C) অধীনে কর থেকে অব্যাহতি পাওয়া যেতে পারে।

কোথায় দান করতে পারেন

১। স্মাইল ফাউন্ডেশন

২। অক্ষয় পাত্র ফাউন্ডেশন

৩। গুঞ্জা

৪। শিশুদের বাঁচাও

৫। সালাম বম্বে ফাউন্ডেশন

৬। মহিলা ডাকতা সমিতি

৭। শঙ্কর নেত্রালয়

৮। সিনিয়র সিটিজেন বেঙ্গালুরু

৯। কৈলাস সত্যার্থী চিলড্রেনস ফাউন্ডেশন

১০। অন্নমৃত ফাউন্ডেশন

দান করার সময় কী মনে রাখতে হবে

১। একটি প্রতিষ্ঠানে দান করার সময় যদি কর ছাড়ের সুবিধা পেতে হয়, তবে অর্থ প্রদান প্রক্রিয়াটি অবশ্যই চেক, ডিমান্ড ড্রাফট, অনলাইন ব্যাঙ্কিং, নেট ব্যাঙ্কিং, অথবা ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে হওয়া উচিত। নগদ আকারে অর্থ দান করলে করে কোনওরকম ছাড় পাওয়া সম্ভব নয়।

২। কর ছাড়ের সুবিধা পাওয়ার জন্য অবশ্যই প্রমাণ হিসেবে প্রতিষ্ঠানটিকে যত পরিমাণ অর্থ দান করা হয়েছে তার একটি স্ট্যাম্প-সহ রসিদ পেতে হবে। এবং বিশদে কিছু বিবরণও থাকা প্রয়োজন। যেমন সংশ্লিষ্ট এনজিও-র (NGO) নাম, ঠিকানা, প্যান, অর্থ অনুদানকারী ব্যক্তির নাম, অনুদান হিসেবে প্রাপ্ত অর্থের পরিমাণ, সব কিছুর উল্লেখ থাকা প্রয়োজন।

৩। অনুদান একশো শতাংশ কর ছাড়ের যোগ্য কি না তা পরীক্ষা করে নেওয়া প্রয়োজন। ফর্ম ৫৮-এর জন্য এনজিওকে অনুরোধ করতে হবে, যেখানে মোট প্রকল্পের খরচ, অনুমোদিত পরিমাণ, এবং সেই সঙ্গে প্রতিষ্ঠানের এখনও পর্যন্ত সংগৃহীত তহবিলের বিবরণ রয়েছে। এই ফর্মটি ছাড়া কর ছাড়ের দাবি প্রত্যাহার করা হবে।

কর ছাড়ের নিয়ম

ধারা ৮০জি (Section 80G) অনুসারে, একটি এনজিওতে (NGO) কোনও ব্যক্তি যে পরিমাণ অনুদান করে, তার একটি অংশ কর কর্তনের যোগ্য। এর জন্য সর্বোচ্চ সীমা মোট আয়ের দশ শতাংশ ধার্য করা হয়েছে। এর মধ্যেও কিছু প্রতিষ্ঠানে দান করলে কর অব্যাহতি একশো শতাংশ আবার কিছু প্রতিষ্ঠানে তার পরিমাণ ৫০ শতাংশ। 

আরও পড়ুন: নতুন বছরে কী ভাবে ট্যাক্সের বোঝা কমাবেন, রইল টিপস

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.