সঞ্চয়ের (Saving) জন্য দরকার পরিকল্পনার, তেমনই কর (Tax) বাঁচানোর জন্যও মেনে চলা উচিত সঠিক পদ্ধতির। বেশ কিছু ক্ষেত্রে আয়ের উপর করছাড় দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার। সেগুলি অবলম্বন করতে আপনার আর্থিক স্বাস্থ্য ভালো বই মন্দ হবে না। চলুন জেনে নেওয়া যাক, ২০২৩-এ নিজের করের বোঝা কী ভাবে লাঘব করবেন?
নিজেকে আপডেট রাখুন
প্রতিবছর বাজেট আসে, প্রতিবারই কোনো না কোনো নিয়ম পরিবর্তন করা হয়। সরকার অনেক সময় কর অব্যাহতি বাড়িয়ে বা কমিয়ে দেয়। এমন পরিস্থিতিতে, এই পরিবর্তনগুলি সম্পর্কে নিজেকে আপডেট রাখতে হবে।
আয়ের পাশাপাশি বিনিয়োগ
চাকরিজীবী হোন বা ব্যবসায়ী অথবা পেশাদার, আয়ের পাশাপাশি বিনিয়োগের প্রতিও মনোযোগ দিতে হবে। দেশে বসবাসকারী প্রত্যেক ব্যক্তি আয়করের ধারা ৮০সি এবং ৮০সিসিডি-র অধীনে একটি আর্থিক বছরে দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পেতে পারেন। পিপিএফ, ইপিএফ এবং পোস্ট অফিসের বেশিরভাগ স্বল্প সঞ্চয় প্রকল্প ৮০সি-র আওতায় কর ছাড় পাওয়া যায়।
স্বাস্থ্যবিমায় নজর দিন
স্বাস্থ্যবিমার মাধ্যমে, আপনি নিজের পরিবারে নিরাপত্তার পাশাপাশি কর বাঁচাতেও পারেন। আয়করের ধারা ৮০ডি-র অধীনে, একজন করদাতা স্বাস্থ্যবিমাতে সর্বাধিক ২৫ হাজার টাকা ছাড় পান। অন্যদিকে, আপনি যদি আপনার পিতামাতার জন্যও স্বাস্থ্য বিমা করান, তা হলে এই সীমা ৫৯ হাজার টাকা পর্যন্ত হয়ে যায়।
নতুন কর ব্যবস্থা
বর্তমানে দেশে দু’ধরনের কর ব্যবস্থা চালু আছে। একটি হল নতুন কর ব্যবস্থা এবং অন্যটি পুরনো কর ব্যবস্থা। বিশেষজ্ঞদের মতে, করদাতাদের প্রয়োজন অনুযায়ী কর ব্যবস্থা বেছে নেওয়া উচিত। যেটা আপনার করের বোঝা কমাতে সাহায্য করতে পারে, বিবেচনা করে সেটাই বেছে নিন।
আয়কর আইনের কোন ধারায় কীসে ছাড়
৮০সি এবং ৮০সিসিডি: স্বল্প সঞ্চয়ে একটি আর্থিক বছরে দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়
ধারা ৮০টিটিএ: সেভিং অ্যাকাউন্ট ডিপোজিট থেকে অর্জিত সুদ
ধারা ৮০ই: শিক্ষা ঋণের পরিশোধের জন্য দেওয়া সুদ
ধারা ৮০ডি: স্বাস্থ্যবিমা পলিসির প্রিমিয়াম বা প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে চিকিৎসার জন্য ব্যয়
ধারা ২৪ (বি): হোম লোনের জন্য পরিশোধিত সুদ।
ধারা ১০ (১০ডি): জীবন বিমা পরিকল্পনার ম্যাচিউরিটিতে পাওয়া টাকা।
ধারা ৮০ইইএ: প্রথমবারের ক্রেতাদের জন্য হোম লোনের সুদ পরিশোধ।
ধারা ১০(১৩এ): প্রদত্ত বাড়ি ভাড়া থেকে অব্যাহতি (যদি স্যালারি ব্রেকআপে উল্লেখ করা হয়)
ধারা ৮০জিজি: বাড়ি ভাড়ার ছাড় (যদি স্যালারি ব্রেকআপে উল্লেখ না থাকে)
ধারা ৮০জি: দাতব্য প্রতিষ্ঠানে দান করা
ধারা ৮০জিজিএ: বৈজ্ঞানিক গবেষণা এবং গ্রামীণ উন্নয়নে অনুদান
ধারা ৮০জিজিসি: রাজনৈতিক দল বা নির্বাচনী ট্রাস্টকে অনুদান।
ধারা ৮০ডিডি: প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চিকিৎসা ব্যয়
ধারা ৮০ইউ: বিশেষ ভাবে অক্ষমদের জন্য ছাড়
ধারা ৮০ডিডিবি: চিকিৎসা সংক্রান্ত ব্যয়
ধারা টিটিবি: প্রবীণ নাগরিকদের আমানতের উপর অর্জিত সুদ।
আরও পড়ুন: এটিএম থেকে টাকা তোলার সময় এই ভুলগুলি মোটেই করবেন না, নিমেষে ফাঁকা হয়ে যাবে অ্যাকাউন্ট