বিবি ডেস্ক : বুধবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের বাজেটে শিল্প-বাণিজ্য ক্ষেত্রের জন্য ১,২৯,৯৯৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য রাখা হয়েছে ১,১৪,৮৭৭ কোটি টাকা। আগামী অর্থবর্ষে বাজেটে মোট ব্যয় বরাদ্দ রাখা হয়েছে ৩,০৮৭,২৭ কোটি টাকা।
করোনা কালে গোটা দেশের রাজস্ব আদায় যেখানে ধাক্কা খেয়েছে, সেখানে পশ্চিমবঙ্গের অবস্থা তুলনামূলক ভাবে ভালো। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “গোটা দেশে রাজস্বে ঘাটতি ৯.৩ শতাংশ। সেখানে বাংলায় ঘাটতি ৩.৮৬ শতাংশ”।
এ দিনের উল্লেখযোগ্য ঘোষণা হল, ১লা জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রোড ট্যাক্স মকুব করার প্রস্তাব রাখা হয়েছে।
স্ট্যাম্প ডিউটির হার ২ শতাংশ হ্রাস করা হয়েছে। এর পাশাপাশি সব ধরনের দলিল রেজিস্ট্রেশনের বাজারদর ১০ শতাংশ কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
এ ছাড়া উল্লেখযোগ্য কয়েকটি বাজেট-বরাদ্দ হল:
*কোভিড খাতে ১ হাজার ৮৩০ কোটি টাকা বরাদ্দ।
*উচ্চশিক্ষা বিভাগে ৫ হাজার ১৪৩ কোটি ৫ লক্ষ টাকা।
*সামাজিক সুরক্ষা খাতে ১৮ হাজার ৬৫০ কোটি টাকা।
*কৃষক বন্ধু প্রকল্পের জন্য ২ হাজার কোটির বেশি।
*স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য ৫০০ কোটি টাকা।
*লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১০ হাজার কোটি টাকা।
*অনগ্রসর শ্রেণির উন্নয়নে বরাদ্দ ২ হাজার ১৭২ কোটি টাকা।
*স্বনির্ভর ও স্বনিযুক্তি বিভাগে ৭১২ কোটি ৮৬ লক্ষ টাকা।
আরও পড়তে পারেন