বিবি ডেস্ক : সোনার দর তুঙ্গে। এই মুহূর্তে হাতে যে টাকা আছে তা দিয়ে যদি বিনিয়োগের কথা ভাবেন তবে সোনা বিনিয়োগ করা কি ঠিক হবে?
এই প্রশ্নের উত্তর বিশ্বের অন্যতম ধনী বিনিয়োগকারী মার্ক মোবিয়াস। তিনি জানিয়েছে, এই চড়া বাজারের মধ্যেও তিনি সোনা কেনা জারি রাখবেন।
কারণটা কী?
মোবিয়াস জানিয়েছেন, ‘‘যখন বিনিয়োগের উপর সুদ প্রায় শূন্য বা শূন্যের কাছাকাছি তখন সোনা হচ্ছে বিনিয়োগের আর্কষণীয় মাধ্যম। আমাকে মাথায় রাখতে হচ্ছে না সে কত সুদ দিচ্ছে। বাজারে অনিশচয়তা যত বাড়বে তত সোনার দাম বাড়বে।
ব্লুমবার্গ টিভির একটি অনুষ্ঠানে মোবিয়াস একথা জানিয়েছেন। তিনি বলেন, ‘‘আমি সোনা কিনব এবং সোনা কেনা জারি রাখব।’’
কোডিভে১৯-এর পাশাপাশি চিন-মার্কিন দ্বন্দ্ব বিশ্বের অর্থনীতিকে আরও অনিশ্চিত অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। এই পরিস্থিতিতে প্রায় প্রতিদিন সোনার দাম বাড়ছে।
শনিবার ১০গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৫২,৬৭৫টাকা।
কোভিড-১৯ কারণে নিরাপদ সম্পদ হিসাবে সোনা এবং রূপার চাহিদা বেড়েছে। সেই তুলনায় খনিগুলিতে কাজ বন্ধ থাকায় উৎপাদনও কমেছে। এটিও দাম বাড়ার অন্যতম কারণ বলে মনে করছে বিশেষজ্ঞরা।