ধনতেরাস, দীপাবলিতে সোনার গয়না কিনছেন? তা হলে রইল ৫টি টিপস

gold

বিবি ডেস্ক: ধনতেরাস-দীপাবলিতে সোনার গয়না কেনার সময় সতর্ক থাকুন! প্রতারণা থেকে নিরাপদে থাকতে ভুলবেন না যেন!

ধনতেরাস এবং দিওয়ালি (দীপাবলি) হিন্দুদের অন্যতম প্রধান উৎসব। ধনতেরাসের দিন,অনেকেই সোনা, রুপো, গাড়ি, বাসনপত্র, বাড়ি ইত্যাদির মতো অনেক কিছুই কিনে থাকেন। আপনি যদি এই শুভ দিনে সোনা কেনার চিন্তাভাবনা করে থাকেন, তা হলে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখা খুবই জরুরি।

নতুন করে বলার নয়, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাতু হিসাবে বিবেচিত হয় সোনা। এমন পরিস্থিতিতে আজকাল বাজারে নির্বিচারে বিক্রি হচ্ছে নকল সোনার গয়না। সোনা কেনার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল না রাখলে প্রতারণার শিকার হতে পারেন যে কেউ। ফলে এমন কিছু সতর্কতা অনুসরণ করা উচিত, যা সহজেই প্রতারণা থেকে আপনাকে নিরাপদ রাখতে পারে।

হলমার্ক যাচাই করুন

ক্রেতার উদ্দেশে আইএসও (Indian Standard Organization)-র পরামর্শ, সোনা কেনার আগে হলমার্ক চিহ্নটি পরীক্ষা করে দেখুন। হলমার্ক সোনার বিশুদ্ধতা প্রত্যয়িত করে। এর পাশাপাশি, সোনার উপর তৈরি দাগহীন কোড, পরীক্ষার ফোকাস ছাপ এবং গহনাগুলিতে স্ট্যাম্পিং করার বিষয়গুলি গয়নার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সোনার দাম

সোনার দাম সবসময়ই ওঠানামা করে। ফলে দোকানে গিয়ে সোনা কেনার আগে এর বর্তমান দাম ভালো করে জেনে নিন। মনে রাখবেন, আপনি কী ধরনের সোনা কিনছেন, যেমন ২৪ ক্যারেট, ২২ ক্যারেট বা ১৮ ক্যারেট, তার উপর সোনার দাম নির্ভর করে।

মেকিং চার্জ

কেনার সময় গয়নার মেকিং চার্জের দিকেও বিশেষ নজর দেওয়া উচিত। এটা একেকটা দোকানে একেক রকম হতেই পারে। ফলে আপনি যে দোকান থেকে সোনার গয়না কিনছেন, তারা কতটা মজুরি নিচ্ছে, সেটা ভালো করে যাচাই করে নিন।

রসিদ নিন

অনেকেই গয়না কেনার সময় নগদ টাকায় দাম মেটান। তবে গয়না কেনার জন্য ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে টাকা মেটানোর চেষ্টা করুন। গয়না কেনার পরে, অবশ্যই একটি পাকা রসিদ নিতে ভুলবেন না।

নির্ভরযোগ্য দোকান

মনে রাখবেন গয়না সবসময় ভালো এবং নির্ভরযোগ্য দোকান থেকে কেনা উচিত। এতে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। তবে Paytm, Google Pay, PhonePe থেকে ডিজিটাল গোল্ড কিনতে পারেন।

আরও পড়ুন: ব্যাঙ্কের কোন কোন পরিষেবায় চার্জ দিতে হয়, জানুন বিস্তারিত

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.