ইপিএফ-এ নতুন নিয়ম! কার্যকর নাম, আধার, জন্ম তারিখ এবং ৮টি অন্য বিবরণ সংশোধনে

epfo 1

সদস্যদের তথ্য সংশোধন বা আপডেট করার প্রক্রিয়া নিয়ে একটি নতুন সার্কুলার জারি করেছে ইপিএফও (EPFO)। নাম, জন্ম তারিখ, লিঙ্গ ইত্যাদির বিবরণ সংশোধন করার জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (SOP) জারি করেছে সংস্থা।

নতুন প্রক্রিয়াটি ইপিএফ সদস্যের প্রোফাইলের বিবরণ সহজে আপডেট করতে সাহায্য করবে। এ ছাড়াও কোনো ইপিএফও সদস্য নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার আবেদন জানালে, তা সহজেই মঞ্জুর হবে। এ ক্ষেত্রে তথ্য গরমিল সহজেই ধরা পড়ে যাওয়ায় জালিয়াতির ঘটনা কমবে।

কোন কোন তথ্য আপডেট করা যাবে

নতুন এসওপি কোনো ইপিএফ সদস্যকে নিজের প্রোফাইল-সম্পর্কিত ১১টি বিষয় আপডেট করার অনুমতি দেবে। এগুলো হল- ১) নাম, ২) লিঙ্গ, ৩) জন্ম তারিখ, ৪) বাবার নাম, ৫) সম্পর্ক, ৬) বৈবাহিক অবস্থান, ৭) চাকরিতে যোগদানের তারিখ, ৮) চাকরি ছাড়ার কারণ, ৯) চাকরি ছাড়ার তারিখ, ১০ ) জাতীয়তা এবং ১১) আধার নম্বর।

ইপিএফ অ্যাকাউন্টের তথ্য পরিবর্তনে কতগুলি নথি লাগবে?

এই ১১টি বিবরণ সংশোধনের ধরনে ছোটো এবং বড়ো পরিবর্তন হিসাবে ভাগ করা হয়েছে। তবে, ইপিএফ অ্যাকাউন্ট ধারকের প্রোফাইলে এটি একটি ছোটো বা বড়ো পরিবর্তন যাই হোক না কেন, তার জন্য প্রামাণ্য নথির প্রয়োজন হবে। ছোটো পরিবর্তনের জন্য, নির্ধারিত তালিকা থেকে কমপক্ষে দু’টি নথি জমা দিতে হবে। বড়ো পরিবর্তনের ক্ষেত্রে, তিনটি নথির প্রয়োজন হবে।

কী ভাবে ইপিএফ তথ্য পরিবর্তন করবেন?

তথ্য সংশোধন বা পরিবর্তনের জন্য ইপিএফ অ্যাকাউন্টধারীকে Member Sewa portal-এর মাধ্যমে আবেদন জমা দিতে বলা হয়েছে। প্রয়োজনীয় নথিগুলি সদস্য সেবা পোর্টালে আপলোড করতে হবে। ভবিষ্যতে রেফারেন্সের জন্য যেগুলি সার্ভারে রাখা হবে।

১. প্রথমে Member Sewa portal-এ যান

২. ইউএএন নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করুন

৩. লগ-ইন হয়ে গেলে Joint Declaration (JD) ট্যাবে ক্লিক করুন। আধার লিঙ্ক করা মোবাইল নম্বরে OTP পাবেন

৪. ওটিপি দেওয়ার পর জয়েন্ট ডিক্লেয়ারেশন ফর্ম দেখতে পাবেন

৫. প্রয়োজনীয় তথ্যগুলি সঠিক জায়গায় দিন

৬. সদস্য নিজের তথ্যগুলি দিয়ে আবেদন সাবমিট করার পর নিয়োগকর্তাকেও তা যাচাই করতে হবে। সেখান থেকে সবুজ সংকেত মিললে আপনার ইপিএফও অ্যাকাউন্ট আপডেট হয়ে যাবে।

আরও পড়ুন: ‘আপনার অ্যাকাউন্ট ক্রেডিট করা হয়েছে…’, প্রতারণার নতুন ছকে পা দিলেই বিপদ

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.