কর্মচারী প্রভিডেন্ট ফান্ডের (ইপিএফ) বর্ধিত পেনশন পাওয়ার আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে বুধবার। কর্মচারী ভবিষ্য তহবিল সংস্থা (EPFO) আগেই জানিয়েছে, ৩ মে পর্যন্ত নেটে বর্ধিত পেনশনের আবেদনপত্র/ যৌথ আবেদনপত্র জমার ব্যবস্থা চালু থাকবে।
বর্ধিত পেনশনের জন্য আবেদন জানানোর প্রাথমিক সমসয়ীমা ছিল ৩ মার্চ পর্যন্ত। তবে সেটা বাড়িয়ে পরবর্তীতে করা হয় ৩ মে। এই স্কিমের আওতায় যোগ্য কর্মচারীরা প্রয়োজনীয় নথিপত্র-সহ তাঁদের অনুরোধ জমা দিয়ে বর্ধিত পেনশন পেতে পারেন।
গত বছরের নভেম্বরে কর্মচারীদের প্রকৃত বেতনের ৮.৩৩ শতাংশ পর্যন্ত তাঁদের পেনশনে অবদান রাখার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। পেনশনযোগ্য বেতনের জন্য ৮.৩৩ শতাংশের পরিবর্তে যা বর্তমানে ১৫ হাজার টাকায় সীমাবদ্ধ। প্রাথমিক ভাবে সংশোধিত স্কিমটি বেছে নেওয়ার জন্য ১ সেপ্টেম্বর,২০১৪ পর্যন্ত সমস্ত ইপিএস সদস্যদের জন্য ছয় মাসের একটি সুযোগ করে দিয়েছিল আদালত। সুপ্রিম কোর্ট প্রতি মাসে ১৫ হাজার টাকার বেশি বেতনের ক্ষেত্রে ১.১৬ শতাংশ কর্মচারী অবদানের প্রয়োজনীয়তা সরিয়ে দিয়েছে। এই পদক্ষেপের উদ্দেশ্য কর্মচারীদের বর্ধিত অবদান রাখতে এবং প্রযোজ্য সুবিধাগুলি পেতে সাহায্য করা।
আপনি যদি এই স্কিমের সুবিধা পাওয়ার জন্য যোগ্য কর্মচারী বিভাগের মধ্যে পড়েন, তা হলে সহজ কয়েকটি পদক্ষেপগুলি অনুসরণ করে ইপিএফও পোর্টালের মাধ্যমে আপনি অনলাইনে নিজের অনুরোধ জমা দিতে পারেন।
এ ক্ষেত্রে ইপিএফও-র ই-সেবা পোর্টাল https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ -এ গিয়ে আবেদন জানানোর শেষ দিন আপাতত বুধবার।
আরও পড়ুন: আরও বেশি ইপিএস পেনশন চাইছেন? জানুন পদ্ধতি
Discover more from banglabiz
Subscribe to get the latest posts sent to your email.