ইউকো ব্যাঙ্কের শেয়ারে এক দিনে ৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি
ব্যাঙ্ক ধর্মঘটের দিনে চাপের মুখে ব্যাঙ্কিং সূচকগুলি। তবে ইউকো ব্যাঙ্কের লম্বা দৌড়!
বিবি ডেস্ক: সোমবারের ট্রেডিংয়ে ব্যাঙ্কিং সূচকগুলিকে যথেষ্ট চাপের মুখোমুখি হতে হয়। তবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মধ্যে ইউকো ব্যাঙ্ক (UCO Bank) কেনাবেচার কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি দেখতে পেল। সকাল ১০.৩৫টায়, ইউকো ব্যাঙ্কের স্টক পিছু দাম ঠেকেছিল ১৪.৭৫ টাকায়।
এই উত্থানে মূলত আরবিআইয়ের তাৎক্ষণিক সংশোধনমূলক পদক্ষেপের প্রভাব রয়েছে। আওতাধীন ব্যাঙ্কগুলিতে তাদের আর্থিক স্বাস্থ্যের উন্নতির জন্য আগামী ১৪ দিনের মধ্যে ১৪,৫০০ কোটি টাকা ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে অর্থমন্ত্রক।
ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক (IOB), সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া (CBI) এবং ইউকো ব্যাঙ্ক বর্তমানে একটি কাঠামোর আওতায় রয়েছে। যেখানে তাদের ঋণদান, পরিচালন ক্ষতিপূরণ এবং পরিচালকদের ফি-সহ অনেকগুলি বিধিনিষেধ আরোপিত হয়েছে।
...