বিবি ডেস্ক : ক্ষুদ্র সঞ্চয়ে উৎসাহ বাড়াতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল কেন্দ্র। এখন থেকে পোস্ট অফিসের ছোট শাখাগুলিতেও পিপিএফ ও এনএসসি-র মতো ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে বিনিয়োগ করা যাবে।
কেন্দ্র একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘‘কাজের পরিধিকে আরও বিস্তৃত করতে এবং বৃহত্তর অংশের কাছে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুবিধাকে পৌঁছে দিতে ডাকবিভাগ এখন তার শাখা পোস্ট অফিস পর্যন্ত পরিষেবার সুবিধা দেবে।
দেশে গ্রামঞ্চলে ডাক বিভাগের প্রায় ১.৩১ লক্ষ শাখা রয়েছে। এই শাখাগুলিতে চিঠি আদানপ্রদানের পাশাপাশি সেভিসং অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, টার্ম ডিপোজিট ও সকন্যা সমৃদ্ধি যোজনায় টাকা রাখা যায়।
নতুন নির্দেশ অনুযায়ী এ বার থেকে ডাকঘরের শাখাগুলিতে পিপিএফ, এমআইএস, এনএসসি, কিষান বিকাশপত্র, এসিএসএস-এর সুবিধা পাওয়া যাবে।
কোভিড-১৯ পরিস্থিতিতে ব্যাকিং ব্যবস্থাকে প্রত্যন্ত গ্রামাঞ্চলে পৌঁছে দিতে এই পরিকল্পনা নিয়েছে অর্থমন্ত্রক।