বিবি ডেস্ক : সৌদি আরবের তেল উৎপাদন কেন্দ্রে হামলার জেরে আন্তর্জাতির বাজারে জ্বালানি তেল সরবরাহ ৫শতাংশ কমেছে। তার প্রভাব পড়ল তেলের দরে। জ্বালালি তেলের দর কার্যত রেকর্ড ছুঁয়েছে।
সোমবার কেনাবেচা শুরু হতেই ব্যারেল প্রতি ১২ ডলার বেড়েছে ব্রেন্ট জ্বালানির দাম।
২০ শতাংশ প্রাথমিক বৃদ্ধির পর দাম কমতে শুরু করেছিল ব্রেন্ট। আবার ব্যারেল প্রতি দাম বাড়তে শুরু করেছে।
এর প্রভাব পড়েছে আর্থিক বাজারেও। সোনা, ইয়েন এবং ট্রেজারির দামেও ওঠানামা শুরু হয়েছে। তেলর দামবাড়তেই টাকার দামও পড়তে শুরু করেছে।
তেলের দাম বাড়াতে পারে রবিবারই তার ইঙ্গিত দিয়েছিল সৌদি আরব। পরিস্থিতি স্বাভাবিক করতে আরও এক সপ্তাহ লাগবে বলে সংবাদসংস্থা রয়র্টাসকে জানিয়েছিল তারা।
গত শনিবার প্রথম ড্রোন হামলাটি হয় সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত আবকাউকের তেল উৎপাদনকেন্দ্রে। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়।
এর কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় হামলাটি হয় পশ্চিমাঞ্চলের খুরাইসের তেলখনি। সেখানও দাউদাউ করে আগিন জ্বলতে শুরু করে।
মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলার জন্য ইরানের দিকে আঙুল তুলেছে। সৌদি প্রশাসনও জানিয়েছে এই হামলার পিছনে রয়েছে ইরান সমর্থিত হৌথি যোদ্ধারা।