নয়াদিল্লি : সমস্ত স্পনসরদের রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল আইপিএল গভর্নিং কাউন্সিল। এর মধ্যে চিনা মোবাইল প্রস্ততকারক সংস্থা ভিভো রয়েছে।
রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গভর্নিং কাউন্সিলের একটি জরুরি বৈঠক বসে। সেই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবারের লিগ হবে সংযুক্ত আরব আমিরশাহীতে।
সেপ্টেম্বরের ১৯ থেকে ১০ নভেম্বর পর্যন্ত ইউএই-তে লিগের খেলাগুলি হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইপিএল জিসি কাউন্সিলের এক সদস্য সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন,‘ আমি এটুকু বলতে পারি যে সমস্ত স্পনসররা আমাদের সঙ্গে রয়েছেন।’
চিনা স্পনসরদের রাখা হচ্ছে নাকি বাদ দেওয়া হচ্ছে সাম্প্রতি চিন ভারত সীমান্ত উত্তেজনায় প্রশ্নটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
কয়েকদিন আগে চিনে তৈরি রঙিন টিভি আমদানি নিয়ন্ত্রণ করতে, আমদানি বাণিজ্য বিধিতে বেশ কিছু বদল আনা হয়েছে।
এর মধ্যে বিসিসিআই আশ্বাস দেয় চিনা স্পনসররে বিষয়টি নিয়ে তারা ভাবনা চিন্তা করবে।
বৈঠকে ঠিক হয়েছে বিকেলের খেলাগুলি সন্ধে সাড়ে সাতটা থেকে শুরু হবে। আগের থেকে আধ ঘণ্টা আগে।
বিসিসিআই-এর সেক্রেটারি জয় শাহ এবং কোষাধ্যক্ষ অরুণ ধামাল এই বৈঠকে আসেননি।
পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী স্পনসরশিপের ক্ষেত্রে কোনো বদল হচ্ছে না। এর কারণ হিসাবে মনে করা হচ্ছে সাম্প্রতিক পরিস্থিতিতে স্বল্প সময়ের মধ্যে নতুন কোন স্পনসর খুঁজে আনাটা বেশ চাপের।