৪৫ দিনের মধ্যেই টিকটক মাইক্রোসফটের হাতে তুলে দিক, চাইছেন ডোনাল্ড ট্রাম্প

বাংলাBiz ডেস্ক : সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে টিকটককে কিনে নিতে চলেছে মার্কিন সংস্থা মাইক্রোসফট।

সংস্থার চাইছে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ওই শর্ট ভিডিও অ্যাপটি কিনে নিতে।

এ নিয়ে মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথাও বলে রেখেছেন।

টিকটকের মূল সংস্থা বাইটড্যান্সের সঙ্গে বেশ কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছে।

হাতবদলে রাজি হতে ৪৫ দিন সময়

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইছেন, ৪৫ দিনের মধ্যেই হাতবদলে রাজি হয়ে যাক টিকটক।। এ ব্যাপারে যুক্ত দুই ব্যক্তির বক্তব্য উল্লেখ করে এ খবর জানিয়েছে রয়টার।

কেন মন বদলালেন ট্রাম্প?

তথ্য হাতানোর অভিযোগে মার্কিন দেশে টিকটককে নিষিদ্ধ ঘোষণা করতে চেয়েছিলেন ট্রাম্প। কিন্তু এখন তিনি তেমন কোন কড়া পদক্ষেপ নিতে চাইছেন না। তিনি চাইছে দ্রুত হাতবাদল হলে টিকটিকের মালিকানার।

কেন এমনটা চাইছেন? টিকটক মার্কিন যুবসমাজের কাছে বেশ জনপ্রিয়। সামনে নভেম্বর মাসে ভোট, তার আগে নিষিদ্ধ ঘোষণা করলে ঝুঁকির হয়ে যাবে বলে তিনি মনে করছেন। তাছাড়া নানা আইনি জটিলতাতেও জড়িয়ে যেতে পারেন বলে তিনি সুর নরম করেছেন। নিষেধাজ্ঞা জারি চেয়ে হাতবদলেই জোর দিতে চাইছেন।

চিনের সমালোচনা

চিনা সফটওয়্যার কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মার্কিন হুমকির সোমবার তীব্র সমালোচনা করেছেন চিনের বিদেশমন্ত্রী। তিনি বলেন , মার্কিনদের এই ধরনের ‘বৈষম্যমূলক নীতি’ বন্ধ করা উচিত।

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.